Advertisement
Advertisement

Breaking News

Gene Hackman Death

বাড়ি থেকে উদ্ধার ‘সুপারম্যান’ খ্যাত অস্কারজয়ী অভিনেতার দেহ, পাশেই নিথর স্ত্রী এবং প্রিয় পোষ্যও

আলবিদা 'লেক্স লুথার'! শোকস্তব্ধ হলিউড।

Oscar-winning actor Gene Hackman, wife Betsy and dog found dead at home: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:February 27, 2025 3:06 pm
  • Updated:February 27, 2025 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ মেক্সিকোর সান্তা ফে’র বাড়ি থেকে উদ্ধার দু’বার অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তাঁর স্ত্রী জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার নিথর দেহ। খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পশ্চিমী বিনোদুনিয়া। হলিউড মাধ্যম সূত্রে খবর, হ্যাকম্যান-বেৎসির সঙ্গে তাঁদের প্রিয় পোষ্যর মৃতদেহও পাওয়া যায় সেই বাড়ি থেকে।

সান্তা ফে’র পুলিশের তরফে জানানো হয়েছে, “প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়নি যে, জিন হ্যাকম্যান এবং বেৎসি আরাকাওয়ার মৃত্যু অস্বাভাবিক কিংবা জনপ্রিয় হলিউডের তারকাদম্পতির মৃত্যুর নেপথ্যে অন্য কারও হাত রয়েছে। যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সেটা বোঝা যাবে। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাবে।” ১৯৭৮ সালে সুপারম্যান ছবির ভিলেন লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করে ডিসি কমিকস ফ্যানদের নজর কেড়েছিলেন হ্যাকম্যান।

Advertisement

৯৫ বছর বয়সী হলিউড কিংবদন্তি জিন হ্যাকম্যান ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) এই দুটি সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন। বিগত প্রায় দুই দশক ধরে তিনি জনসমক্ষে না এলেও তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে রয়েছে আজও। তাই তো হ্যাকম্যানের অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকে মূহ্যমান তাঁর অনুরাগীরা। ২০০৪ সালেই অভিনয় থেকে অবসর নেন ‘বনি অ্যান্ড ক্লাইড’ খ্যাত অভিনেতা। অন্যদিকে মৃত্যুকালে পিয়ানোবাদক স্ত্রী আরাকাওয়ার বয়স হয়েছিল ৬৩। ১৯৯১ সালে তাঁরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তার প্রায় একদশক বাদেই অভিনয় জগতকে আলবিদা জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub