Advertisement
Advertisement

Breaking News

৯২তম অস্কার

সেরা অভিনেতা-সহ ১১টি বিভাগে মনোনীত ‘জোকার’, দেখুন এবারের অস্কারের মনোনয়ন তালিকা

তালিকায় জোয়াকিন-পিট থেকে লিওনার্দো-পাচিনোর নামও।

Oscar nominations for 2020, ‘Jocker’ leads with 11 nominations
Published by: Sandipta Bhanja
  • Posted:January 14, 2020 1:11 pm
  • Updated:January 14, 2020 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান ঘটতে অপেক্ষা কিছু সময়েরই। কারণ, চলচ্চিত্র জগতের সবচাইতে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের তালিকা প্রস্তুত। ২০২০ সালের অস্কারের দৌড়ে শেষ পর্যন্ত কোন ছবি এবং কোন তারকারা মনোনয়ন পেলেন, তার গোটা তালিকা সম্প্রতি প্রকাশ করল দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS)। মোট ১১টি বিভাগে মনোনীত হয়ে এখনও অবধি শীর্ষস্থানে ‘জোকার’।

উল্লেখ্য, গত বছরের মতো ৯২তম অস্কার অনুষ্ঠানেও সঞ্চালকের সমস্যার সুরাহা হয়নি। হলিউড রিপোর্ট অনুযায়ী, এবছরও নির্দিষ্ট কোনও সঞ্চালক থাকছে না।

Advertisement

একঝলকে অস্কার মনোনয়ন তালিকা

সেরা ছবির দৌড়ে-

ফোর্ড ভার্সেস ফেরারি

১৯১৭

প্যারাসাইট

জোকার

ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড

দ্য আইরিশম্যান

ম্যারিজ স্টোরি

লিটল উইম্যান

জোজো ব়্যাবিট

সেরা পরিচালক

টোড ফিলিপস (জোকার)

মার্টিন স্কোরসেসে (দ্য আইরিশম্যান)

স্যাম মেন্ডিস (১৯১৭)

কোয়েন্তিন তারান্তিনো (ওয়ান্স আপন এ টাইম.. ইন হলিউড)

বং জুন হো (প্যারাসাইট)

সেরা অভিনেতা

জোয়াকিন ফিনিক্স (জোকার- আর্থার ফ্লেক/জোকার)

লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড- রিক ডালটন)

অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি- চার্লি বারবার)

জনাথন প্রাইস (দ্য টু পোপস- পোপ ফ্রান্সিস)

আন্তনিও বান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি- সালভাদর মালো)

সেরা অভিনেত্রী

স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি- নিকোল বারবার)

রেনে জেলওয়েগার (জুডি- জুডি গারল্যান্ড)

শার্লিজ থেরন (বম্বশেল- মেগান কেলি)

সার্সা রোনান (লিটন উইম্যান- জোসেফিন ‘জো’ মার্চ)

সিনথিয়া এরিভো (হ্যারিয়েট- হ্যারিয়েট টাবম্যান)

সেরা পার্শ্ব-অভিনেতা

ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড- ক্লিফ বুথ)

আল পাচিনো (দ্য আইরিশম্যান- জিমি হফা)

টম হ্যাংকস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবরহুড- ফ্রেড রজারস)

অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস- পোপ বেনেডিক্ট সিক্সটিন্থ)

জো পেশি (দ্য আইরিশম্যান- রাসেল বাফালিনো)

সেরা পার্শ্ব-অভিনেত্রী

লরা ডার্ন (ম্যারিজ স্টোরি- নোরা ফ্যান্স)

মার্গো রবি (বম্বশেল- কায়লা পসপিসিল)

ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল- বারবারা ‘ববি’ জুয়েল)

স্কারলেট জোহানসন (জোজো ব়্যাবিট- রোজি বেজলার)

ফ্লোরেন্স পিউ (লিটন উইম্যান- অ্যামি মার্চ)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement