Advertisement
Advertisement

Breaking News

Oscar 2022

Oscar 2022: স্ত্রীকে নিয়ে নোংরা রসিকতা, অস্কার মঞ্চে সঞ্চালককে চড় উইল স্মিথের!

২০১৬ সালেও অভিনেতার স্ত্রীকে নিয়ে এরকমই রসিকতা করেছিলেন সঞ্চালক।

Oscar 2022: Will Smith Gives Chris Rock A Hard Slap On Stage Over Jada Pinkett Smith Joke | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 28, 2022 10:38 am
  • Updated:March 28, 2022 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপাটে চড়ের শব্দে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল ৯৪ তম অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠান (Oscar 2022)। দর্শক আসনে বসে থাকা হলিউড তারকারা চোখের সামনে এমন কাণ্ড দেখে একেবারে হতবাক! হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ হঠাৎ এতটা রেগে গেলেন কেন যে স্টেজে উঠে সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় মেরে বসলেন!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। অস্কারের মঞ্চে সঞ্চালনা করার সময়ে নানা রকম রসিকতা করছিলেন কমেডিয়ান ক্রিস রক। হঠাৎই উইল স্মিথের (Will Smith) স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা শুরু করে দেন ক্রিস। যা একেবারেই মেনে নিতে পারেননি উইল স্মিথ। সঙ্গে সঙ্গে স্টেজে উঠে চড় মারেন সঞ্চালকের গালে।

Advertisement

[আরও পড়ুন: ‘অপরাজিত’র লোগো বিতর্ক: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি অনীকের, পালটা তোপ রাজকমলের]

কী রসিকতা করেছিলেন সঞ্চালক? উইল স্মিথের স্ত্রী জাডা অ্যালোপেশিয়া নামে একটি রোগে আক্রান্ত। যার ফলে স্মিথের স্ত্রীয়ের মাথায় চুল অনেকটাই কম। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জি আই জেন’ ছবির প্রসঙ্গ তুলে কমেডিয়ান ক্রিস রসিকতা করলেন। এই ছবির নায়িকার মাথাতেও চুল কম ছিল। সঞ্চালকের কথায়, ‘জি আই জেন’ ছবির সিকোয়েল এলে জাডাই অভিনয় করবেন! ব্যস, স্ত্রীয়ের রোগ নিয়ে এরকম রসিকতা করায় রেগে যান স্মিথ। এমনকী, সঞ্চালককে সোজা বললেন, ”তোমার নোংরা মুখে আমার স্ত্রীর নাম শুনতে চাই না।”

পরে অবশ্য অস্কারের সেরা অভিনেতার পুরস্কারের নাম ঘোষণার সময় উইল স্মিথের কাছে ক্ষমাও চেয়েছেন কমেডিয়ান ক্রিস। এই প্রথম নয়, ২০১৬ সালেও অভিনেতার স্ত্রীকে নিয়ে এরকমই রসিকতা করেছিলেন এই কমেডিয়ান।

সেরা অভিনেতা হিসেবে এই প্রথম অস্কার পেলেন ৫৩ বছর বয়সি হলিউডের জনপ্রিয় কৃষ্ণাঙ্গ অভিনেতা উইল স্মিথ (Will Smith)। ছবির নাম ‘কিং রিচার্ড’। অস্কার হাতে নিয়ে স্টেজে কেঁদেও ফেলেছিলেন হলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

[আরও পড়ুন: আমিরের পর এবার ‘দ্য কাশ্মীর ফাইলসে’র প্রশংসায় সলমন, ফোন করলেন অনুপম খেরকে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement