Advertisement
Advertisement

Breaking News

Orhan Awatramani

একসঙ্গে বলিউডের পাঁচজনের সঙ্গে প্রেম! করণের শোয়ে খুল্লমখুল্লা ওরি

ওরির সঙ্গীর তালিকায় রয়েছেন কারা?

Orry Makes a SHOCKING Confession, Tells Karan Johar| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 18, 2024 4:50 pm
  • Updated:January 18, 2024 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের ‘কফি উইথ করণে’ একের পর এক চমক দিচ্ছেন করণ জোহর। কখনও বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী, তো কখনও উঠতি নায়ক-নায়িকা। আর এবার তো আরও বড় চমক দিলেন বলিউডের আপনজন তথা ইন্টারনেট স্টার বলে খ্যাত ওরিকে ‘কফি উইথ করণে’ এনে! হ্যাঁ, এমনই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন করণ। আর ওরিও তেমন। করণের তেঁতো কফিতে চুমুক দিয়ে একে একে ফাঁস করলেন গোপন কথা।

করণকে ওরি সোজা জানালেন, ”আমিও তোমাদের মতো গল্প বলি। যখন পেপারে আমার ছবি বা সোশাল মিডিয়ায় আমার ভিডিও ভাইরাল হয়। সেটাই আমার গল্প। আমার মনে হয়, স্টারদের উজ্জ্বল আলোয় আমি আলোকিত হই। করণকে স্পষ্ট ওরি জানালেন, খুব শীঘ্রই নিজের ওয়েবসাইট আনছেন ওরি।

Advertisement

[আরও পড়ুন: কেরিয়ারে ভাঁটা! ‘স্টারডম’ ফেরাতে রামমন্দিরকেই অস্ত্র বানালেন রবি কিষেণ, কী করলেন?]

তবে ওরির কাজের থেকে ওরির প্রেম নিয়ে বেশি উৎসাহী ছিলেন করণ। তাই তো ওরিকে সোজা প্রশ্ন। বলিউডের কাকে ডেট করছেন? ওরিও কিচ্ছুটি লুকিয়ে রাখেননি। ওরির কথায়, প্রেম তো আছেই। তবে একটা নয়। আমার জীবনে পাঁচটা প্রেম। একসঙ্গে পাঁচজনকে ডেট করছি। প্রেমের ব্যাপারে আমি ঠগ! তবে করণের হাজার অনুরোধেও কোনও নাম ফাঁস করেননি ওরি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

সোশাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠেছেন ওরি (Orhan Awatramani aka Orry)। হেন কোনও তারকা নেই যাঁর কাঁধে হাত দিয়ে তিনি ছবি তোলেন না। বলিউডের প্রায় সব পার্টিতেই দেখা যায় ওরিকে। আবার তারকাদের অন্দর মহলেও ওরির অবাধ যাতায়াত। এহেন ওরি এসেছিলেন ‘বিগ বস ১৭’র (Bigg Boss 17) মঞ্চে এসে জানিয়ে ছিলেন, এক রাতে শুধুমাত্র সেলফি তুলে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে ফেলেন। তারকাদের আলো গায়ে মেখে ওরি আছেন নিজের আনন্দে।

[আরও পড়ুন: সবই ‘কর্মফল’! রামমন্দিরে না গিয়ে সোমনাথ মন্দিরে কেন ছুটলেন রবিনা ট্যান্ডন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement