Advertisement
Advertisement

Breaking News

Orry

কমলা হ্যারিসকে দেখেই বমি ওরির! ট্রাম্পের পক্ষ নিয়ে ঝাঁজালো আক্রমণ

কী বললেন ওরি?

Orry left a vomit emoji on a video featuring Kamala Harris
Published by: Akash Misra
  • Posted:November 5, 2024 9:11 pm
  • Updated:November 5, 2024 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট? আপাতত গোটা বিশ্বের চোখ সেদিকেই। কেউ চাইছেন ট্রাম্পকে তো, কেউ চাইছেন কমলা হ্যারিসকেই। মার্কিন নির্বাচনের ফলাফলের উত্তাপ এখন এদেশেও। ট্রাম্প ও হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে এবার ঢুকে পড়লেন বলিউডের আপনজন ও সোশাল মিডিয়ার সেনসেশন ওরি! টুক করে সোশাল মিডিয়ায় ঢুকে ট্রাম্পের পক্ষে কথা বললেন, সঙ্গে ঝাঁজা॥লো আক্রমণ কমলা হ্যারিসকে। তবে এখানেই শেষ করলেন না, কমলা এইচকিউ নামক ইনস্টাগ্রাম পেজের তরফে একটি পোস্টে বমির ইমোজি পোস্ট করেন তিনি। ওরির কথায়, ”যে ট্রাম্পের সমর্থক নয়, সে আমেরিকাকেও ভালোবাসেন না!”

ওরিকে নিয়ে সোশাল মিডিয়াতেও কৌতূহল প্রচুর। হেন কোনও তারকা নেই যাঁর কাঁধে হাত দিয়ে তিনি ছবি তোলেন না। বলিউডের প্রায় সব পার্টিতেই দেখা যায় ওরিকে। আবার তারকাদের অন্দর মহলেও ওরির অবাধ যাতায়াত। এহেন ওরি এসেছিলেন ‘বিগ বস ১৭’র (Bigg Boss 17) মঞ্চে এসে জানিয়ে ছিলেন, এক রাতে শুধুমাত্র সেলফি তুলে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে ফেলেন।

Advertisement

ইনস্টাগ্রামে ওরির ১১ লক্ষের বেশি ফলোয়ার। কিছুদিন আগে আবার ওরির লিঙ্কডইন প্রোফাইলের খবর ছড়িয়ে পড়েছিল। সেই প্রোফাইলে লেখা ছিল রিলায়েন্স গ্রুপের স্পেশ্যাল প্রজেক্ট ম্যানেজার এই সোশাল মিডিয়া তারকা। শোনা গিয়েছে, ইশা আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে।এদিকে এক সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ওরি জানিয়েছিলেন জীবনের স্কুল থেকে তাঁর শিক্ষা। আবার নিজেকে মার্কেটিং গুরু হিসেবেও দাবি করেছেন ওরি। এখন তো তাঁর এয়ারপোর্ট লুকেরও বেশ চাহিদা রয়েছে। প্রত্যেক জায়গাতেই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন ওরি। নিজের এই খ্যাতি বেশ উপভোগ করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement