সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈষ্ণোদেবী মন্দিরের অদূরে হোটেলে বসে মদ্যপান। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে মহাবিপাকে ওরি (Orry)। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ওরি-সহ আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অবিলম্বে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই খবর।
জেলাশাসকের তরফে বিজ্ঞপ্তি জারি করে মদ্যপান এবং আমিষ খাবারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল। তারই মাঝে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কাটরা এক হোটেলে বসে মদ্যপান করা হয় বলেই অভিযোগ। ওই মদের আসরে ওরি ছিলেন। এছাড়া দর্শন সিং, পার্থ রাইনা, হৃতিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগান, শাগুন কোহলি এবং আরজামাসকিনা ছিলেন। এই কাজের মাধ্যমে একে তো যেমন প্রশাসনের নিষেধাজ্ঞাকে অবহেলা করা হয়েছে। তেমনই আবার হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেই দাবি।
পুলিশ এই অভিযোগ পাওয়মাত্রই নড়েচড়ে বসে। ওরি-সহ আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই আটজনকে নোটিস পাঠানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে।
Jammu & Kashmir | As per police, FIR was registered against eight people, including socialite influencer Orhan Awatramani aka Orry, for allegedly consuming alcohol in a hotel located in Katra
— ANI (@ANI) March 17, 2025
উল্লেখ্য, ওরিকে নিয়ে সোশাল মিডিয়াতেও কৌতূহল প্রচুর। হেন কোনও তারকা নেই যাঁর কাঁধে হাত দিয়ে তিনি ছবি তোলেন না। বলিউডের প্রায় সব পার্টিতেই দেখা যায় ওরিকে। আবার তারকাদের অন্দর মহলেও ওরির অবাধ যাতায়াত। এহেন ওরি এসেছিলেন ‘বিগ বস ১৭’র মঞ্চে এসে জানিয়ে ছিলেন, এক রাতে শুধুমাত্র সেলফি তুলে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে ফেলেন।
ইনস্টাগ্রামে ওরির ১১ লক্ষের বেশি ফলোয়ার। কিছুদিন আগে আবার ওরির লিঙ্কডইন প্রোফাইলের খবর ছড়িয়ে পড়েছিল। সেই প্রোফাইলে লেখা ছিল রিলায়েন্স গ্রুপের স্পেশ্যাল প্রজেক্ট ম্যানেজার এই সোশাল মিডিয়া তারকা। শোনা গিয়েছে, ইশা আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে।এদিকে এক সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ওরি জানিয়েছিলেন জীবনের স্কুল থেকে তাঁর শিক্ষা। আবার নিজেকে মার্কেটিং গুরু হিসেবেও দাবি করেছেন ওরি। এখন তো তাঁর এয়ারপোর্ট লুকেরও বেশ চাহিদা রয়েছে। প্রত্যেক জায়গাতেই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন ওরি। নিজের এই খ্যাতি বেশ উপভোগ করেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.