Advertisement
Advertisement

Breaking News

Manoj Bajpayee

‘ছিঃ! টাকার লোভে সিনেমা কোরো না’, মনোজ বাজপেয়ীকে ধমক দেন স্ত্রী শাবানা!

কেন স্বামীর সিনেমা দেখে লজ্জায় মাথা হেঁট হয়েছিল স্ত্রী শাবানার, জানেন?

Once Manoj Bajpayee got scolded by wife Shabana | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:May 27, 2023 7:37 pm
  • Updated:May 27, 2023 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোজ বাজপেয়ীর সিনেমা দেখে অপমানিত বোধ করেন খোদ তাঁর স্ত্রী শাবানা রাজা। লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছিল অভিনেত্রীর। এতটা বিব্রত হয়েছিলেন যে, সোজা হল থেকে বেরিয়ে এসে স্বামীকে খুব করে ধমকেছিলেন।

মনোজের তখন কেরিয়ারের শুরুর দিক। চরিত্রের প্রয়োজনে নানাভাবে নিজেকে কাটাছেঁড়া করেছেন তিনি বরাবর। তবে কেরিয়ারের একেবারে গোড়ার দিকে এমন কিছু সিনেমায় তাঁকে অভিনয় করতে হয়েছিল যে যার জন্য নিজের স্ত্রীয়ের কাছ থেকেই তাঁকে কথা শুনতে হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘কেরালা স্টোরি’ নিয়ে কু-মন্তব্য? ‘ড্যামেজ কন্ট্রোল’ করেও বিবেকের কাছে খোঁচা খেলেন নওয়াজ]

সেই ছবির নাম যদিও মনোজ বাজপেয়ী জানাননি। তবে সম্প্রতি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ সিনেমার প্রচারে এসে অতীতের সেই অজানা ঘটনার কথা ফাঁস করেন অভিনেতা। তিনি বলেন শাবানা একবার তাঁর অভিনীত সিনেমা দেখে অত্যন্ত অপমানিত, লজ্জিত বোধ করেছিলেন।

ঠিক কী ঘটেছিল? মনোজ বাজপেয়ী জানান, “স্ত্রী শাবানাকে নিয়ে নিজের সিনেমা দেখতে গিয়েছিলাম। জানতাম না যে, পিছনে একদল মেয়ে বসে রয়েছে। সিনেমাটা দেখার সময় আমাকে নিয়ে তাঁরা ঠাট্টা করছিল। আর ঠিক সেই জিনিসটাই শাবানার ভাল লাগেনি। হল থেকে বেরিয়েই আমাকে প্রশ্ন করেছিল, এই ছবিটা কেন করলে? কেনই বা এই গল্পটা পছন্দ হল?”

[আরও পড়ুন: টানটান কোর্টরুম ড্রামা ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’, একাই একশো মনোজ বাজপেয়ী]

এখানেই শেষ নয়! মনোজকে তাঁর স্ত্রী এও বলেন যে, “টাকার জন্য এইসব নিম্নমানের সিনেমা করা বন্ধ করো। এতটাও অভাব নেই আমাদের। মেয়েগুলো সিনেমা দেখে যেভাবে তোমাকে নিয়ে রসিকতা করছিল তাতে আমি অপমানিত বোধ করছি। এরপর থেকে ভাল কন্টেন্ট দেখেই সিনেমা কোরো।” স্তরীয়ের এই উপদেশ যে মনোজ বাজপেয়ীর জীবনে ভীষণ কাজে লেগেছে, সেকথা তিনি নিজমুখেই স্বীকার করেছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement