Advertisement
Advertisement
সলমন সোনা মহাপাত্র

‘প্রেমিকার মাথায় সলমনের বোতল ভাঙার গল্প শুনেই বড় হয়েছি’, ফের ভাইজানকে কটাক্ষ সোনার

নারী নির্যাতন প্রসঙ্গে বলতে গিয়ে নাম উল্লেখ করে সলমনকে কটাক্ষ করলেন বলিউড গায়িকা।

Once again Sona Mohapatra slams Salman Khan on women abuse row
Published by: Sandipta Bhanja
  • Posted:May 19, 2020 12:47 pm
  • Updated:May 19, 2020 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “প্রেমিকার মাথায় সলমন খানের বোতল ভাঙার গল্প শুনেই বড় হয়েছি আমরা”, ফের সলমন খানকে কটাক্ষ গায়িকা সোনা মহাপাত্রর। সলমন খানের সঙ্গে সোনা মহাপাত্রর সম্পর্ক বরাবরই তিক্ত। একাধিকবার সলমনকে নিয়ে নেটদুনিয়ায় মন্তব্য করতে দেখা গিয়েছে সোনাকে। অতীতেও ‘ভারত’ ছবির কাস্টিং থেকে প্রিয়াঙ্কা সরে যাওয়ায় সলমনের টুইট ঘিরে কটাক্ষ করেছিলেন সোনা। এবারও নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা নিয়ে নেটদুনিয়ায় সরব হতে গিয়ে নাম উল্লেখ করে সলমনকে কটাক্ষ করলেন বলিউড গায়িকা।

আমির সিদ্দিকির ভাই, ফয়জল সিদ্দিকির টিকটক ভিডিও নিয়ে নেটদুনিয়া বর্তমানে বেশ সরগরম। ভিডিওতে দেখা গিয়েছে প্রেমিকার কাছ থেকে প্রত্যাখিত হয়ে মেয়েটির মুখে কিছু তরল পদার্থ ঢেলে দিচ্ছেন ফয়জল। যার জন্যে মেয়েটির চেহারা ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছে। প্রেমিকার প্রতি এমন নির্মম প্রতিশোধের ভিডিওতেই নারী নির্যাতনকে আরও উসকে দেওয়ার স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছেন তারকারা। যার জেরে অনেকেই সরব হয়েছেন এই টিকটকারকে নিয়ে। দিন কয়েক আগে ইউটিউবার কেরি মিনাতিও মোক্ষম দিয়েছেন ফয়জলকে।  এবার সেই টিকটকারকে নিয়েই সরব হলেন সোনা (Sona Mohapatra)।

Advertisement

[আরও পড়ুন: ‘এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য’, পরিবারকে নিয়ে ভুয়ো খবরে ক্ষুব্ধ কোয়েল]

ফয়জলের টিকটক ভিডিও শেয়ার করে মেয়েদের প্রতি হওয়া নির্যাতন, হেনস্তা নিয়ে ব্যক্তিগত মতামত শেয়ার করেছেন সোনা। সেই প্রসঙ্গেই সলমনের নাম টেনে এনে বলেছেন,  “নারীদের নির্যাতন আমাদের সংস্কৃতিতে একটা তুচ্ছ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসলে! প্রেমিকার মাথায় জনসমক্ষে সলমনের (Salman Khan) বোতল ভাঙার গল্প শুনেই তো বড় হয়েছি আমরা। যদিও উনি দেশের একজন ডাকাবুকো তারকা! এগুলো বন্ধ হওয়া দরকার।”

সোনা বরাবরই স্পষ্টবাদী। #MeToo নিয়ে একাধিকবার সরব হয়েছেন। অনু মালিকের সঙ্গে তাঁর তরজার বিষয়ও অজানা নয়। সোনার প্রতিবাদের জেরে ইন্ডিয়ান আইডল-এর বিচারক পদ থেকে অপসারিত হতে বাধ্য হয়েছিলেন অনু। সলমন অবশ্য সোনাকে নিয়ে কোনও দিনই পালটা মন্তব্য করেননি।

[আরও পড়ুন:গোয়া সরকারের কোয়ারেন্টাইন বন্দোবস্ত নিয়ে ক্ষুব্ধ পূজা বেদি! COVID-19 টেস্ট হল অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement