Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

ফের জুটিতে মিমি-আবির, রক্ত ঝরানো অ্যাকশন নয়, এবার প্রেমের গল্পে ‘আলাপ’ দুই তারকার

প্রেম দিবসে প্রেমের খবর।

On the occasion of Valentine’s Day and Saraswati Puja, Surinder Films announces its next venture “Alaap”| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 14, 2024 1:10 pm
  • Updated:February 14, 2024 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের পুজোয় নন্দিতা ও শিবপ্রসাদের ‘রক্তবীজ’ ছবিতে অ্যাকশন অবতারে দেখা মিলেছিল মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে। তবে এবার আর মারপিট নয়, বরং ফাগুন হাওয়ায় প্রেমের ‘আলাপ’ সেরে নেবেন মিমি-আবির। হ্যাঁ, এমনটাই বন্দোবস্ত করে ফেলেছে প্রযোজক সংস্থা সুরিন্দর ফিল্মস ও পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। সরস্বতী পুজোর দিনই সুরিন্দর ফিল্মস ঘোষণা করল তাদের নতুন ছবির। যেহেতু বুধবার ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেমের দিবসও, তাই এদিনকেই বেছে নেওয়া হল প্রেমের ছবির ঘোষণার জন্য। ছবির নাম ‘আলাপ’।

Advertisement

[আরও পড়ুন: অস্কারের পর ফের আন্তর্জাতিক মঞ্চে দীপিকা, এবার কোথায় দেখা যাবে নায়িকাকে?]

প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মিমি ও আবিরের এই ছবি রোমান্টিক কমেডি ঘরানার। যার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়।

এই ছবিতে মিমি ও আবিরের পাশাপাশি দেখা যাবে স্বস্তিকা দত্ত, তন্নি লাহা রায় ও কিঞ্জল নন্দাকে। চলতি বছরেই মুক্তি পাবে মিমি ও আবিরের ‘আলাপ’। প্রযোজক সংস্থা জানিয়েছে, এই ছবির মধ্যে দিয়ে বহুদিন বাদে শুদ্ধ প্রেমের ছবির স্বাদ পাবে দর্শক। 

এই মুহূর্তে আবির ব্যস্ত রয়েছেন রাজ চক্রবর্তীর ‘বাবলি’ ছবির শুটিংয়ে। এই ছবিতে আবির জুটি বেঁধেছেন শুভশ্রীর সঙ্গে।

[আরও পড়ুন: কাতারে প্রাক্তন নৌসেনাদের মুক্তির পিছনে শাহরুখ? জবাব দিলেন কিং খানের ম্যানেজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement