Advertisement
Advertisement

Breaking News

Pushpa

মুক্তি পেতেই ঝড় তুলল পুষ্পার সিক্যুয়েলের টিজার! ভাইরাল আল্লু অর্জুনের ‘ঐশ্বরিক’ লুকও

জন্মদিনের আগেই অভিনেতা শেয়ার করলেন তাঁর নয়া অবতারের ছবি।

On the eve of Allu Arjun’s birthday, makers released the first poster of Pushpa 2। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 7, 2023 8:00 pm
  • Updated:April 7, 2023 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী তারকা আল্লু অর্জুনের (Allu Arjun) জন্মদিন আগামিকাল, শনিবার। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির দ্বিতীয় টিজার। যা মাত্র ঘণ্টা তিনেকে ৩০ লক্ষের বেশি মানুষ দেখে ফেললেন। এরপরই অভিনেতা নিজেই শেয়ার করলেন ‘পুষ্পা’ অবতারে তাঁর বিশেষ লুক। আর তা দেখেও অভিভূত নেটিজেনরা।

কোন অবতারে দেখা দিলেন আল্লু? ছবিটিতে দেখা যাচ্ছে শাড়ি ও সোনার গয়না পরে রয়েছেন তিনি। গলার লেবুর মালা। শরীরের নীল রং ও বাকি বেশভূষায় মনে হচ্ছে যেন কোনও দেবীর সাজে সেজেছেন তিনি। তবে তাঁর হাতে ধরা রয়েছে বন্দুক। কিন্তু কেন এমন বেশ তাঁর? আসলে ছবির প্রথম টিজারে দেখা গিয়েছে, পুষ্পা নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁকে পুলিশ খুঁজছে। সম্ভবত সেই কারণেই এমন ছদ্মবেশ ধরেছেন নায়ক।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধি! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ, জানালেন কুণাল]

আসলে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির তুমুল সাফল্যের পর ছবির সিকুয়েল ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা টু’ ছবির চিত্রনাট্যে বড়সড় বদল ঘটেছে। জানা গিয়েছে, ‘পুষ্পা টু’তে নাকি ‘শ্রীবল্লি’ চরিত্রটার মৃত্যু ঘটবে। শোনা যাচ্ছে, ছবির শুরুতেই মিলবে তার ইঙ্গিত। আপাতত অনুরাগীদের অপেক্ষা, শনিবার নিজের জন্মদিনে কি ফের কোনও চমক দেবেন আল্লু আর্জুন?

[আরও পড়ুন: রাজ্যকে অন্ধকারে রেখে নির্দেশ! রাজভবনের চিঠি প্রত্যাহারের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement