সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরব সাগরের তীরে মায়ানগরীর বাসিন্দাদের স্মৃতির ক্যালেন্ডারে আজও সেই ভয়াবহ দিনটি তাজা। মনে পড়লেই ভয়ে আঁতকে ওঠেন। সালটা ২০০৮। ২৬ নভেম্বর। ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার সম্মুখীন হয়েছিল মুম্বই। যে রক্তক্ষরণ দেখে কেঁপে উঠেছিল গোটা দেশ। গোটা বিশ্ব৷ টানা চার দিন ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে চলেছিল মুম্বই পুলিশ, সেনা, এনএসজি’র লড়াই। আজ সেই ভয়াবহ স্মৃতির ১১ বছর।
ভয়াবহ সেই মুম্বই জঙ্গি হামলার এক দশক পার হওয়ায় বলিউডের তারকারা শ্রদ্ধা জানালেন ২৬/১১-র শহীদদের। যাঁরা দেশের মানুষদের রক্ষর্থে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। অজয় দেবগণ, অর্জুন কাপুর, অমিতাভ বচ্চন, বরুণ ধাওয়ান, মধুর ভান্ডারকর, দিয়া মির্জা, দিব্যা দত্তা থেকে ভূমি পেডনেকর সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বলিউডের অনেকেই।
মঙ্গলবার সকালে ২৬/১১-র স্মৃতিচারণা করে শহিদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা জানিয়েছেন দেশের প্রায় সমস্ত মানুষ। সকালেই টুইট করে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার পাশাপাশি তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিল্পপতি রতন টাটা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও সোশ্যাল মিডিয়ায় স্মরণ করেছেন তাঁদের যাঁরা নির্দ্ধিধায় প্রাণ বলিদান দিয়েছেন। পিছিয়ে থাকেননি বলিউড তারকারাও। তাঁরাও সামিল হয়েছেন দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে।
salute .. in the sacrifice and the honour .. 🙏🙏🙏 https://t.co/aAHAxB1epl
— Amitabh Bachchan (@SrBachchan) November 26, 2019
Remembering our heroes of 26/11… Everyone who helped each other through the tough time.. My heart goes out to their courage and sacrifice and for all the innocent victims .. #MumbaiTerrorAttack
— Arjun Kapoor (@arjunk26) November 26, 2018
Never forget!
— Abhishek Bachchan (@juniorbachchan) November 26, 2018
#26/11
Will never forget 26/11. We have only grown stronger #mumbaikar #jaihind
— Varun Dhawan (@Varun_dvn) November 26, 2018
जय हिंद | https://t.co/ZkiTW74rxT
— Ajay Devgn (@ajaydevgn) November 26, 2018
In memory of all those who lost their lives on this day 10 years ago and all those brave hearts that saved so many lives 🙏🏻🙏🏻 #MumbaiTerrorAttacks
— Dia Mirza (@deespeak) November 26, 2018
Remembering the heroes of 26/11 Mumbai terrorist attack who sacrificed themselves for defending the country. 🇮🇳🙏#MumbaiTerrorAttack pic.twitter.com/Vj6s2EVAKI
— Madhur Bhandarkar (@imbhandarkar) November 26, 2018
10 years ago an incident shook the country. My heart goes out to the families who lost their loved ones in the terrible tragedy. Will remain eternally grateful to the bravehearts of our police, armed & paramilitary forces who continue to keep our country safe 🙏 #Remembering2611
— bhumi pednekar (@bhumipednekar) November 26, 2018
Let’s not forget the sacrifices of these brave sons of India. Jai Hind 🇮🇳 🙏🏼#MumbaiTerrorAttack #2611Attack #tenyears pic.twitter.com/slzHHTDhgR
— Aftab Shivdasani (@AftabShivdasani) November 26, 2018
11 years have passed, but the memories of the most dreadful days in the Indian history can never be forgotten. Salute to the heroes who laid their lives to keep Mumbai safe! #MumbaiTerrorAttack
— Vivek Dahiya (@vivekdahiya08) November 26, 2019
26/11 The Darkest day in Indian History! Remembering the martyrs who fought bravely and sacrificed their lives while saving thousands of people.
— Divya Dutta (@divyadutta25) November 26, 2019
26/11 #MumbaiTerrorAttack #mumbaiattack2611 #mumbaiattacks #remembering2611
Paying homage to all the bravehearts of #MumbaiTerrorAttacks. We salute their courage and valour. Jai Hind.
— Ayushmann Khurrana (@ayushmannk) November 26, 2019
Thoughts and love forever for all the martyrs who sacrificed their lives in the horrific Mumbai terror attacks. Jai Hind #26November ❤️
— Parineeti Chopra (@ParineetiChopra) November 26, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.