Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar

‘হর হর মহাদেব’, গায়ে ছাই-ভস্ম, জটাধারী অক্ষয়ের শিবতাণ্ডব দেখে গায়ে কাঁটা অনুরাগীদের!

খিলাড়ির তাণ্ডব নৃত্য দেখে হতবাক অনুরাগীরা!

OMG 2 song Har Har Mahadev: Akshay Kumar attempts a tandav in powerful number | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 27, 2023 3:24 pm
  • Updated:July 27, 2023 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা গায়ে মাখা ছাই-ভস্ম। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে ত্রিকালদর্শী চিহ্নে চন্দনের লেপন। ‘ও মাই গড ২’ রিলিজের আগেই তাণ্ডব নৃত্যে নেটপাড়া কাঁপাচ্ছেন জটাধারী অক্ষয় কুমার। বৃহস্পতিবার মুক্তি পেল ছবির নতুন গান ‘হর হর মহাদেব’। সেই গানেই তাণ্ডব নৃত্য করতে দেখা গেল বলিউড খিলাড়িকে। যা দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল।

অক্ষয় কুমারকে এমন ভূমিকায় দেখে অনুরাগীদের মন্তব্য, ‘হর হর মহাদেব’ গানটি দেখে সারা গায়ে কাঁটা দিচ্ছে। প্রসঙ্গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে বহু প্রতীক্ষিত ছবি ‘ও মাই গড ২’। তার আগেই অনুরাগীদের চমকে দিলেন অক্ষয়। অমিত রাই পরিচালিত এই ছবিতে বলিউডের খিলাড়ি কুমারকে যে শুধু শিবের অবতারে দেখা যাবে তাই নয়, বাস্তবের প্রেক্ষাপটের সঙ্গে ঐশ্বরিক শক্তির আধারে কীভাবে এক মানুষের জীবন বদলে যাবে, সেই ঘটনাও তুলে ধরা হয়েছে।

Advertisement

‘হর হর মহাদেব’ গানে অক্ষয় কুমারের শিব তাণ্ডবের পাশাপাশি আস্তিক ভক্ত কান্তি স্মরণ মুদগালের ভূমিকায় একঝলক দেখা গেল পঙ্কজ ত্রিপাঠীকেও। এই গানে বলিউড অভিনেতাকে কোরিওগ্রাফ করেছেন গণেশ আচার্য।’হর হর মহাদেব’-এর গায়ক বিক্রম মন্ট্রোজ। সুরকারও তিনই। সেই গানেই খিলাড়ির তাণ্ডব নৃত্য দেখে হতবাক অনুরাগীরা! তাঁদের প্রশ্ন- এ কোন অক্ষয় কুমার?

প্রসঙ্গত, মুক্তির আগেই ‘ও মাই গড ২’ একাধিকবার খবরের শিরোনামে এসেছে। সূত্রের খবর, ধর্মীয় বিতর্ক এড়াতে আগেভাগেই সেন্সরের কাঁচিতে ছাঁটাই হয়েছে অক্ষয়ের ছবির ২০টি দৃশ্য। এমনকী, দেওয়া হয়েছে প্রাপ্তবয়স্ক ছবির তকমাও।

[আরও পড়ুন: কুখ্যাত চন্দনদস্যু বীরাপ্পনের ‘কুকীর্তি’ এবার নেটফ্লিক্সের পর্দায়, দেখুন রোমহর্ষক টিজার]

উল্লেখ্য, ‘ও মাই গড’ সিনেমায় এর আগে যেখানে কৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল, সেখানে এবার শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। মাথায় জটা, হাতে ডমরু নিয়ে ‘OMG 2’ সিনেমার টিজারে নতুন অবতারে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে (Akshay Kumar)। এই ছবির শুটিং করার সময়ে মায়ের পরামর্শে আমিষ খাওয়াও ছেড়ে দিয়েছিলেন অভিনেতা। এবার শিব তাণ্ডব নৃত্যে নেটপাড়া কাঁপালেন অক্ষয় কুমার।

[আরও পড়ুন: ‘এককালে নকশাল, বামপন্থী ছিলাম’, বলছেন ‘স্বঘোষিত মোদিভক্ত’ বিবেক অগ্নিহোত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement