Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar

স্টান্ট করতে গিয়ে বিপদ! দৌড়ে গিয়ে শিল্পীর প্রাণ বাঁচালেন অক্ষয়, ভাইরাল ভিডিও

কোথায় ঘটে এই ঘটনা?

Old video of Akshay Kumar of saving An Artist is viral again
Published by: Suparna Majumder
  • Posted:July 17, 2024 2:49 pm
  • Updated:July 17, 2024 5:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শূন্যে ঝুলছেন আলি আসগর। তাঁর পাশেই রয়েছেন আরেক অভিনেতা। শুটিং চলছিল পুরোদমে। আচমকাই বিপদ। ঝুলন্ত অবস্থায় আচমকাই জ্ঞান হারালেন আলির পাশের শিল্পী। সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের ‘খিলাড়ি’র তৎপরতায় উদ্ধার করা হল অসুস্থ ব্যক্তি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই ভিডিও।

Akshay-2
ছবি ‘X’ হ্যান্ডেল থেকে সংগৃহীত

বিনয় প্রভাকরের মতো এক ব্যক্তি ‘X’ হ্যান্ডেলে শেয়ার করেছেন ভিডিওটি। ভিডিওর ক্যাপশনে তিনি ‘সরফিরা’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “অক্ষয় কুমার প্রত্যেক মানুষের জীবনের কেয়ার করেন। দেখুন কীভাবে কপিল শর্মার শোয়ে তিনি এক মানুষের জীবন বাঁচিয়েছেন। আমাদের মতো একজন সাধারণ মানুষ কিছু বছর আগেও বলিউডে রাজত্ব করত, কিন্তু এখন গোটা বলিউড তাঁর বিরুদ্ধে যড়যন্ত্র করছে। উনি অবশ্যই ফিরবেন।”

Advertisement

 

[আরও পড়ুন: মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, বউদি সোহিনীর গৃহপ্রবেশের ছবি শেয়ার করলেন ননদ দীপ্সিতা]

যদিও ভিডিওটি বেশ পুরনো। কারণ এই ঘটনারই আরেকটি ভিডিও ইউটিউবে ২০১৯ সালে আপলোড করা হয়েছিল। তাছাড়া, এখন আর কপিল শর্মার শোয়ে আলি আসগরকে ‘দাদি’র বেশে দেখা যায় না। গত সপ্তাহেই অক্ষয় কুমারের ছবি ‘সরফিরা’ সিনেমা হলে মুক্তি পেয়েছে। কিন্তু বক্স অফিসে তা বিশেষ সুবিধা করতে পারেনি। আবার সমালোচকদেরও মন পাননি বলিউডের ‘খিলাড়ি’।

YT Akshay Video

এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা জি. আর. গোপীনাথের জীবন অবলম্বনে তামিল ছবি ‘সুরারাই পত্তরু’ তৈরি করেছিলেন পরিচালক সুধা কোঙ্গারা। প্রযোজনার পাশাপাশি সে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন দক্ষিণী তারকা সূরিয়া। সুধাই তৈরি করেছেন হিন্দি ছবি ‘সরফিরা’। তাতে মুখ্য চরিত্রে অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস। নতুন এই ছবির প্রযোজনাতেও অংশীদার সূরিয়া।

Here is the Review of Akshay Kumar, Radhika Madan starrer Sarfira Movie

[আরও পড়ুন: ‘আপনাদের থেকে শুধু চাই…’ বিয়ের পরই অনন্তের বিশেষ দাবি, কী আবদার আম্বানিপুত্রর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement