সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! না বলে কয়ে, ছবি ব্যবহার! তাও আবার ‘মিন্ত্রা’র মতো জনপ্রিয় অনলাইন শপিং সাইটে! হ্যাঁ, এমনই কাণ্ড ঘটেছে টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে। মিন্ত্রার সাইটে দেখা মিলেছে কালো রঙের শাড়ি পরা তাঁর ছবি। আর সেই ছবি ব্যবহার করেই শাড়ি বিক্রি সাইটে। সেই ছবি দেখামাত্রই রেগে লাল অভিনেত্রী। সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের যেমন সতর্কও করলেন, তেমনি একহাত নিলেন বিক্রেতাকেও।
View this post on Instagram
ঐন্দ্রিলা লিখলেন, ”এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম, আমার ছবি ব্যবহার করে হরি ওম ক্রিয়েশন, মিন্ত্রাতে শাড়ি বিক্রি করছে। এ ব্যাপারে আমার কাছ থেকে কোনও অনুমতিই নেওয়া হয়নি। আমাকে না জানিয়ে আমার ছবি ব্যবহার করা মোটেই সঠিক কাজ নয়। তবে এখানে বলা প্রয়োজন, আমি যে শাড়িটি পরে আছি, তা কাঞ্চিভরম। যা কিনা আমি কিনেছিলাম বিশাখাপত্তনম থেকে। কিন্তু বিক্রেতা সেটাকে বেনারসি বলে বিক্রি করতে চাইছে। এই শাড়িটি পরে আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম। সেখান থেকেই ছবিটা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কাপড়ের বিষয়ে ভুল তথ্য দিয়ে ক্রেতাদের ভুল পথে চালিত করা হচ্ছে…।”
ঐন্দ্রিলা আরও লেখেন, ”এই ঘটনাটি জনপ্রিয় অনলাইন শপিং সাইট মিন্ত্রাকে জানাতে চাই। আশা করব, এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, তার দিকেও আশা করি নজর রাখা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.