Advertisement
Advertisement

Breaking News

Madan Mitra

মদনকে দেখেই ‘দিদি’র মুখে ‘ওহ লাভলি’, ছবি রিলিজের পর বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনে কামারহাটির বিধায়ক

গত শুক্রবারই ৩৫টি সিনেমা হলে মদন মিত্র অভিনীত 'ওহ লাভলি' রিলিজ করেছে।

'Oh Lovely', says Mamata Banerjee praising Madan Mitra assembly| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 29, 2023 8:58 am
  • Updated:August 29, 2023 10:35 am  

নব্যেন্দু হাজরা: নিজের অভিনীত ছবি ‘ও লাভলি’ রিলিজের পর সোমবারই বিধানসভায় প্রথম মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় মুখোমুখি হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দুপুরে মন্ত্রীসভার বৈঠক সেরে মুখ‌্যমন্ত্রী বনমহোৎসবের সূচনা করতে যাচ্ছিলেন মমতা। হেঁটে যাওয়ার সময়ই মদনকে সামনে দেখেন মুখ‌্যমন্ত্রী। সূত্রের খবর, সেই সময় মুখ‌্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এখন তো সব লাভলি চলছে।’ কথা শুনেই মুখটা চকচক করে ওঠে মদনের। তিনি এবিষয়ে কিছু না জানালেও ঘনিষ্টমহলে নিজের আনন্দের কথা জানিয়েছেন বলেই খবর।

উল্লেখ‌্য, গত শুক্রবারই ৩৫টি সিনেমা হলে মদন মিত্র অভিনীত ওহ লাভলি রিলিজ করেছে। তা নিয়ে প্রচারে ব‌্যস্ত প্রাক্তন পরিবহণমন্ত্রী। তবে রোজ এসেছেন বিধানসভায়। এদিনও এসেছিলেন। আর সেখানেই মুখ‌্যমন্ত্রীর সামনে চলে আসেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ৪০০ কোটির ক্লাবে ‘গদর ২’, ছবি দেখতে গেলেন সানির ‘কাছের মানুষ’ ডিম্পল কাপাডিয়া]

ইদানিং প্রতিটি কথাতেই ‘ওহ্‌ লাভলি’ শোনা যাচ্ছে তাঁর মুখে। বিধানসভায় তাঁকে ঘিরে চলছে শুভেচ্ছা জানানোর ঢল। মদনের বক্তব‌্য, ‘‘শুভেচ্ছা জানালেন সবাই। আর আমার তো কোনও টেনশনই নেই। সিনেমা হিট। ওহ্‌ লাভলি।’’ বিধায়কদের ছবি দেখার আমন্ত্রণও জানিয়েছেন। বললেন, ‘‘৩৫টা হলে রিলিজ করেছে। দারুণ অভিজ্ঞতা। প্রচুর মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। বিভিন্ন হল থেকে যা খবর পাচ্ছি, হাউসফুল চলছে।’’ পরিচালক হরনাথ চক্রবর্তীর ছবি ‘ওহ লাভলি’ ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে কামারহাটির বিধায়ক। জানান, সিনেমার প্রিমিয়ারে হাজির ছিলেন, দেব, সোহম, কাঞ্চন মল্লিক, ইমন, মৌবনি, ভরত কল, আরও অনেকে। কয়েক দিন ছবির প্রচারে সময় দিয়েছেন। এমন মানুষকে অভিনেতা হিসাবে পেলে প্রযোজক-পরিচালকের কাজটাও সহজ হয়ে যায়। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর পরিচালক হরনাথ বলছেন, ‘‘মদন মিত্র একজন পাকা অভিনেতার মতোই অভিনয় করেছেন। কোনও সমস‌্যা তো হয়ইনি। উল্টে তাঁকে পেয়ে সবাই দ্বিগুণ উৎসাহে কাজ করেছেন।’’ তিনিও তো কথায় কথায় ‘ওহ্‌ লাভলি’ বলা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন। মদন সিনেমায় নায়িকার বাবা। যিনি রাজনীতি করেন। হরনাথের কথায়, ‘‘মেয়ের বাবার চরিত্র যেমন হয়, মদন মিত্র তেমনই। ওহ্‌ লাভলি।’’ বাস্তবের সুবিমল রায় জানালেন, ‘‘কয়েক দিনে কলকাতা ও শহরতলিতে যে সমস্ত জায়গায় ছবি মুক্তি হয়েছে, সেই সব হলে যাওয়ার ইচ্ছে আছে। আমি গেলে সিনেমা হলগুলোতে বেশি ভিড় হবে। বাংলা সিনেমার ভালর জন‌্যই ‘ওহ লাভলি’ হিট হওয়া প্রয়োজন।’’

[আরও পড়ুন: ‘এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল’, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক রাখি সাওয়ান্ত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement