Advertisement
Advertisement

Breaking News

Thank You For Coming Trailer

অর্গ্যাজম নিয়ে বিপত্তিতে ভূমি পেড়নেকর, ক্যামেরার সামনেই হলেন নগ্ন!

ব্যাপার কী? দেখুন ভিডিও।

Official Trailer of Thank You For Coming Starring Bhumi Pednekar and others | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 6, 2023 4:49 pm
  • Updated:September 13, 2023 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজায় সমস্যায় ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। কিছুতেই অর্গ্যাজম হচ্ছে না তাঁর। তা নিয়েই যাবতীয় বিপত্তি। সবই হয়েছে পরিচালক করণ বুলানির জন্য। একতা কাপুর, শোভা কাপুর, রিয়া কাপুর ও অনিল কাপুরের প্রযোজনায় তিনিই তৈরি করেছেন নতুন ছবি ‘থ্যাঙ্কি ইউ ফর কামিং’ (Thank You For Coming)।

Thank-You-For-Coming-1

Advertisement

বুধবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। তাতেই চমকে উঠেছেন নেটিজেনরা। ছবির ট্রেলারের একটি দৃশ্যে অভিনেত্রী ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়েছেন ভূমি, এমনই দাবি করা হচ্ছে। ট্রেলার দেখে মনে হচ্ছে, ‘বীরে দি ওয়েডিং’ স্টাইলেই ছবি তৈরি করেছেন করণ। তিনি আবার প্রযোজক রিয়া কাপুরের স্বামী। সে যাই হোক, ‘থ্যাঙ্কি ইউ ফর কামিং’য়ে ভূমির চরিত্রের নাম কণিকা। তিরিশ বছরের এক তরুণী। যার একটাই আক্ষেপ। কিছুতেই অর্গ্যাজম হচ্ছে না। অর্থাৎ যৌনতায় চরম সুখের প্রাপ্তি হচ্ছে না।

Bhumi-nude

[আরও পড়ুন: সেজে উঠছে রাজস্থানের দুই অভিজাত হোটেল, কবে শুরু রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান?]

আদ্যোপান্ত কমেডির মোড়কে ছবির গল্প সাজানো হয়েছে। যাতে অনিল কাপুরকে বিশেষ চরিত্রে দেখা গিয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শেহনাজ গিল, ডলি সিং, কুশা কাপিলা, শিবাণী বেদি, প্রদ্যুম্ন সিং মাল, নাতাশা রস্তোগি, ডলি আলুওয়ালিয়া, করণ কুন্দ্রার মতো একঝাঁক তারকা। ছবির তীক্ষ্ণ সংলাপ লিখেছেন, রাধিকা আনন্দ ও প্রশান্ত সিং।

উল্লেখ্য, যৌন সমস্যা নিয়ে ছবি তৈরি করতে এখনও আর দ্বিধা বোধ করে না বলিউড। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠির ‘OMG2’। যৌনশিক্ষার মতো বিষয় ছবিতে তুলে ধরা হয়েছে। সেন্সরের ‘A’ সার্টিফিকেট সত্ত্বেও ছবিটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এবার ‘থ্যাঙ্কি ইউ ফর কামিং’ ছবির পালা। ৬ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ভূমির এই ছবি।

[আরও পড়ুন: ‘ওঁ’ ধ্বনিতে প্রকাশিত ‘দশম অবতার’-এর ফার্স্টলুক, কোলাজে প্রসেনজিৎ-যিশু-জয়া-অনির্বাণ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement