Advertisement
Advertisement

Breaking News

Mahananda

মহাশ্বেতা দেবীর ভূমিকায় গার্গী, মুক্তি পেল অরিন্দম শীলের ‘মহানন্দা’র ট্রেলার

ছবিতে দেখা যাবে দেবশংকর হালদার ও ইশা সাহাকেও।

Official Trailer of Mahananda released। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 17, 2022 6:19 pm
  • Updated:March 17, 2022 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘মহানন্দা’ (Mahananda) ছবির ট্রেলার। গত মাসে মুক্তি পেয়েছিল ছবির টিজার। এবার প্রকাশ্যে ট্রেলার। সাম্প্রতিক অতীতে বারবার রুপোলি পর্দায় দেখা মিলেছে বায়োপিকের। সেই তালিকায় নয়া সংযোজন অরিন্দম শীলের (Arindam Sil) এই ছবি। কিংবদন্তি সাহিত্যিক ও সমাজকর্মী মহাশ্বেতার দেবীর জীবন ও আদর্শ থেকে অনুপ্রাণিত এই ছবিকে ঘিরে দানা বাঁধছে প্রত্যাশা। ট্রেলার সেই প্রত্যাশাকেই যেন কয়েক ধাপ এগিয়ে দিল। ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।

পরিচালকের ‘শবর’ সিরিজের ছবিগুলির মতো গতিময় নয়, এই ছবির ট্রেলার শুরু থেকেই যেন এগোয় কিছুটা ধীরগতিতে। আগাগোড়া একটা ক্লাসিক মেজাজ বজায় রেখেছেন অরিন্দম। ট্রেলার থেকে পরিষ্কার, বর্তমান ও অতীত- দুই পথেই আবর্তিত হবে ছবির গল্প।

Advertisement

[আরও পড়ুন:‘কাশ্মীর ফাইলস’ দেখে অনুপম খেরকে ‘জোকারে’র সঙ্গে তুলনা কঙ্গনার!]

ছবিতে মহাশ্বেতা তথা মহানন্দার ভূমিকায় রয়েছেন গার্গী রায়চৌধুরী। বিজন ভট্টাচার্যের ভূমিকায় থাকছেন দেবশংকর হালদার। রয়েছেন ইশা সাহাও। তিনিই যেন কাহিনির সূত্রধার। তাঁর অভিনীত চরিত্রটি কাজ করতে চায় মহানন্দার জীবন নিয়ে। সম্ভবত সেই অন্বেষণই খুঁড়ে বের করবে লেখিকার অতীত জীবনের সমস্ত সংগ্রামকে।

ট্রেলারটির সবচেয়ে জমকালো মুহূর্ত নিঃসন্দেহে গার্গী তথা মহানন্দার গলায় বেজে ওঠা সংলাপ, ”আমি কমিউনিস্ট। কিন্তু আমি আর তোমাদের সঙ্গে নেই।” সারা জীবন বামপন্থার আদর্শ মেনে চলেছিলেন মহাশ্বেতা। কিন্তু পরবর্তী সময়ে রাজ্যের একদা শাসক দল বাম জোটের সঙ্গে মতাদর্শগত কারণে যে ফারাক তৈরি হয় তাতে আর তাঁর পক্ষে তৎকালীন শাসক দলের সঙ্গে থাকা সম্ভব হয়নি। এই দ্বন্দ্ব ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এভাবেই ছবিতে লেখিকার ব্যক্তিগত সংগ্রাম, অসহায় পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর মুহূর্তের পাশাপাশি ফুটে উঠবে তাঁর রাজনৈতিক সংগ্রামের চালচিত্রও।

[আরও পড়ুন: ময়দানের ফুটবল ক্লাবের সামনে থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement