Advertisement
Advertisement
Kurban Official Trailer

ধর্ম বড় না মানুষ? প্রশ্ন তুলল অঙ্কুশ-প্রিয়াঙ্কার ‘কুরবান’ ছবির ট্রেলার

একই দিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাবে নতুন এই ছবি।

Official Trailer of Ankush Hazra, Priyanka Sarkar starrer Kurban | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 10, 2023 6:49 pm
  • Updated:October 10, 2023 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম বড় না মানুষ? এই প্রশ্ন অনেক দিনের। নানা মুনির নানা মত। আর যত মত ততই পথ। পরিচালক শৈবাল মুখোপাধ্যায়ের ‘কুরবান’ (Kurban) ছবি বলবে মনুষত্বের গল্প। অঙ্কুশ-প্রিয়াঙ্কা অভিনীত এই ছবি একই দিনে মুক্তি পাবে ভারত ও বাংলাদেশে। প্রকাশ্যে এল ট্রেলার।

Ankush Priyanka starrer Kurban teaser out | Sangbad Pratidin

Advertisement

গ্রামীণ প্রেক্ষাপটে সাজানো ‘কুরবান’-এর গল্প। যার কেন্দ্রবিন্দু সহজ সরল হাসান (অঙ্কুশ হাজরা) ও হিজলের (প্রিয়াঙ্কা সরকার) সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই অনুভূতিপ্রবণ হাসান। সে তার আব্বা, আম্মি এবং আম্মির সই পাতানো বোন (হিন্দু) যাকে সে মাসি বলে ডাকে– তাদের নিয়ে সুখের সংসার। রয়েছে তাদের মিষ্টি ছেলে হাসু, মাসির আদরের গোপাল। হাসানের জীবনবোধ অন্যদের চেয়ে অনেক আলাদা। সে বিশ্বাস করে, ছিপ দিয়ে মাছ ধরলে আসলে বিশ্বাসঘাতকতা করা হয়।

[আরও পড়ুন: ‘কী ব্যাপার মহিষাসুর…’, দুর্গা সেজে হাজির অপরাজিতা আঢ্য, ফোনেই দিলেন অসুরকে ধমক]

কিন্তু আলাদাভাবে ভাবনা যে মানুষদের, তাঁদের জীবনে প্রতিকূলতাও বেশি। জীবন হাসানকেও নানা চ‌্যালেঞ্জ ছুড়ে দেয়। এর মধ্যেও কী নিজের জীবনবোধকে সঙ্গে নিয়ে চলতে পারবে সে? জানা যাবে আগামী ২৪ নভেম্বর। সেদিনই ভারত ও বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘কুরবান’। অঙ্কুশ-প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, মউ ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায়, সুব্রত গুহ রায়।

এর আগে নিজের এই চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে অঙ্কুশ বলেন, “এত ইন্টেন্স চরিত্র আমি আগে কখনও করিনি। এই চরিত্র করতে নানা রেঞ্জের অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং গভীর ছাপ ফেলেছে।” উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াঙ্কাও। অভিনেত্রীর কথায়, “আমি যখন স্ক্রিপ্টটা শুনি, গোটা লেখায় একটা সেনসিটিভ টাচ ছিল, যেটা আমার মন ছুঁয়ে যায়। প্রতিটা চরিত্রায়ণ দারুণ এবং প্রত্যেকের একটা মানবিক দিক আছে। হিজলের চরিত্রটা খুব বাস্তব-ঘেঁষা, শুধু তাই নয়, আমার ভাল লাগে যে হিজল তার নিজের চাহিদার কথা বলতে পারে।”

[আরও পড়ুন: নতুন ‘রামায়ণে’ রামের চরিত্রে অভিনয়, মদ, মাংস, সিগারেট ছাড়লেন রণবীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement