Advertisement
Advertisement

Breaking News

Mission Raniganj Trailer

মাত্র ৪৮ ঘণ্টা সময়! ‘মিশন রানিগঞ্জ’-এর ট্রেলারে খনি মজুরদের বাঁচানোর মরিয়া লড়াইয়ে অক্ষয়

নায়িকা পরিণীতির বিয়ের পরের দিনই যেন উপহার হিসেবে ট্রেলারটি প্রকাশ্যে এল।

Official Trailer of Akshay Kumar, Parineeti Chopra starrer Mission Raniganj: The Great Bharat Rescue | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 25, 2023 5:42 pm
  • Updated:September 25, 2023 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪৮ ঘণ্টা সময় হাতে। মাটির নিচে আটকে পড়া খনি মজুরদের বাঁচানোর মরিয়া লড়াই। শেষপর্যন্ত কী হবে? অক্ষয় পারবেন জয় ছিনিয়ে আনতে? উত্তর মিলবে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ (Mission Raniganj: The Great Bharat Rescue) ছবিতে। ছবির নায়িকা পরিণীতি চোপড়ার বিয়ের পরদিনই প্রকাশ্যে এল ট্রেলার।

Mission-Raniganj-Akshay

Advertisement

১৯৮৯ সালে রানিগঞ্জের কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া মানুষগুলোর ত্রাতা হয়েছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। ১৩ ফুটের একটি ক্যাপসুল তৈরি করেছিলেন তিনি। ভূপৃষ্টের প্রায় তিনশো ফুট গভীরে গিয়েছিলেন জলে, অন্ধকারে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করতে। বাস্তবের এই হিরোর চরিত্রেই অভিনয় করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)।

[আরও পড়ুন: শাড়ি নয়, জিনস-টপে নববধূ পরিণীতি, ক্যাজুয়াল শার্টে রাঘব, উদয়পুর ছেড়ে কোথায় চললেন?]

প্রথমে নাকি সিনেমার নাম ‘ক্যাপসুল গিল’ রাখা হয়েছিল। পরে পরিবর্তন করে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ রাখা হয়। এর মধ্যেই আবার ‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’ করার দাবি ওঠে। এমন পরিস্থিতিতে ফের সিনেমার নাম পালটে যায়। এখন ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ নামেই ট্রেলার প্রকাশ করা হয়েছে।

আগামী ৬ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। টিনু সুরেশ দেশাই পরিচালিত এই ছবিতে গিলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। বিয়ের পর এটিই তাঁর প্রথম রিলিজ হতে চলেছে। অক্ষয়-পরিণীতি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কুমুদ মিশ্র, রবি কিষেন, পবন মালহোত্রা, বরুণ বডোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা। অভিজিৎ লাহিড়ী নামের এক বাঙালি অভিনেতাকেও দেখা যাবে।

[আরও পড়ুন:  ৩০০ কোটিতে ‘কাশ্মীর ফাইলস ২’ বানাবেন বিবেক অগ্নিহোত্রী! কবে মুক্তি পাবে এই ছবি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement