Advertisement
Advertisement

Breaking News

Jaane Jaan Trailer

কালিম্পংয়ের কুয়াশার মতো ঘন রহস্য, ‘জানে জান’-এর ট্রেলারে চমক করিনা-বিজয়দের

সুজয় ঘোষের পরিচালিত ছবি দেখা যাবে নেটফ্লিক্সে।

Official Trailer Kareena Kapoor Khan, Jaideep Ahlawat, Vijay Varma starrer Jaane Jaan | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 5, 2023 4:03 pm
  • Updated:September 5, 2023 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিম্পংয়ের কুয়াশার মতো ঘন রহস্য। যার কেন্দ্রে সন্দেহজনক কিছু চরিত্র। সিঙ্গল মাদার মায়া ডি’স্যুজা, স্কুল শিক্ষক নরেন আর পুলিশ অফিসার করণ আনন্দ। এই তিন চরিত্রকে কেন্দ্র করেই তৈরি পরিচালক সুজয় ঘোষের ‘জানে জান’। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

Jaane-Jaan-1

Advertisement

 

সুজয় ঘোষের নতুন ছবিতে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। শুটিং হবে দার্জিলিং,কালিম্পংয়ে। ২০২১ সালেই জানা গিয়েছিল এই জল্পনা। যাতে সিলমোহর পরে ২০২২ সালে দার্জিলিং, কালিম্পংয়ে করিনা, বিজয়, জয়দীপদের শুটিং করতে দেখা যায়। সেই শুটিংয়ের নির্যাস ‘জানে জান’-এর এই ট্রেলার। যেখানে মায়ার চরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। স্কুল শিক্ষক নরেন হয়েছেন জয়দীপ অহল্বাত (Jaideep Ahlawat)। আর পুলিশ অফিসার করণের ভূমিকায় বিজয় বর্মা (Vijay Varma)।

[আরও পড়ুন: শাহরুখ ভক্তিতে কলকাতাকে হারাল রায়গঞ্জ, রাত সোয়া দুটোতেই ‘জওয়ান’ শো!]

দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার এক মাস আগে আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং শেষ করেন করিনা। ছোট ছেলে জন্মানোর পর কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। এর আগে নানা সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন ভাল চিত্রনাট্যের জন্য একেবারে মুখিয়ে রয়েছেন তিনি। শুধু তাই নয়, পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার কারণে ‘সীতা’ ছবিও হাতছাড়া হয়েছে তাঁর। তারপর আর ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী। সুজয়ের থ্রিলারে সবুজ সংকেত দিয়ে দেন।

Jaane-Jaan-2

জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট X’ অবলম্বনে তৈরি ‘জানে জান’ (Jaane Jaan)। এর আগে এই উপন্যাস অবলম্বনে জাপানে সিনেমাও তৈরি হয়েছে। এবার সুজয় ছবি তৈরি করলেন নেটফ্লিক্সের জন্য। আগামী ২১ সেপ্টেম্বর থেকে এই ওয়েব প্ল্যাটফর্মেই দেখা যাবে ‘জানে জান’।

[আরও পড়ুন: শাহরুখ ভক্তিতে কলকাতাকে হারাল রায়গঞ্জ, রাত সোয়া দুটোতেই ‘জওয়ান’ শো!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement