Advertisement
Advertisement
Petni Horror Series Teaser

অন্ধকার রাতের বুক চিরে হাজির ‘পেত্নি’, টিজারেই হাড়হিম হওয়ার জোগাড়

আড্ডাটাইমসে আসছে নতুন এই সিরিজ।

Official Teaser of Addatime’s new Horror Series Petni revealed | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 3, 2023 7:59 pm
  • Updated:November 3, 2023 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে আগুনের মতো দুটো চোখ যেন আগুনের মতো জ্বলছে। এক পলকে দেখলেই হাড়হিম হওয়ার জোগাড়। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এমনই গল্প নিয়ে আসছেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। নভেম্বরেই আড্ডাটাইমসে দেখা যাবে ওয়েব সিরিজ ‘পেত্নি’ (Petni Horror Series)। প্রকাশ্যে টিজার।

Petni-Horror-Series-Teaser-2

Advertisement

‘একটি অশরীরী লৌকিক গল্প’, একথা লিখেই ‘পেত্নি’র টিজার প্রকাশ করা হয়েছে। কাহিনির কেন্দ্রবিন্দুতে চার বন্ধু রাকা, নীলেশ, জুঁই আর শোভন। চার জন মিলে ঠিক করে মাঝেরাতে লং ড্রাইভে বের হবে। যেমনি ভাবা, তেমনই কাজ। অন্ধকারের বুক চিরে চলতে থাকে গাড়ি। কিন্তু মজার এই সফরই দুঃস্বপ্নে পরিণত হয়। কীভাবে?

[আরও পড়ুন: চাকদহ নাট্যজনের নাট্যোৎসব বাতিল, সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানে নাটক করার খেসারত! ]

আচমকা দু্র্ঘটনার কবলে পড়ে চার বন্ধুর গাড়ি। রাকা নিখোঁজ হয়ে যায়। ফিরেও আসে। কিন্তু এই রাকা তো আর সেই রাকা নেই, তার অন্দরে যেন অন্য কারও বাস। কে সে? উত্তর জানতে ১৭ নভেম্বর থেকে আড্ডাটাইমসে দেখতে হবে ‘পেত্নি’। অভিমন্যুর পরিচালনায় এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঊষসী রায়, জাসমিন রায়, অর্ণব বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শুভ্রজিৎ দত্ত, অনিন্দিতা রায়চৌধুরি।

Petni-Horror-Series-Teaser-1

পদ্মনাভ দাশগুপ্তর লেখা চিত্রনাট্য রহস্য আর ভৌতিক উপাদানে ভরপুর। এর পাশাপাশি গল্পে আবেগের গুরুত্বও রয়েছে। এমনটাই জানালেন পরিচালক অভিমন্যু। পরিচালকের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন ঊষসী। “এটা খুবই ইউনিক একটা এক্সপেরিয়েন্স। আমি এর আগে কখনও ভৌতিক সিরিজে অভিনয় করিনি আর আমিই পেত্নি হয়েছি। এটা আড্ডাটাইমসের সঙ্গেও আমার প্রথম কাজ”, বললেন অভিনেত্রী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Addatimes (@addatimes_)

[আরও পড়ুন: আবারও প্রসেনজিৎ-ঋতুপর্ণা ম্যাজিক, পুজো শেষ হতেই কৌশিকের নতুন ছবির কাজ শুরু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement