সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালেশ্বরে ভয়ংকর ট্রেন দুর্ঘটনার কবলে পড়া মানুষগুলোর পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ ক্যারি মিনাতির। ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৩ লক্ষ টাকা অনুদান দিলেন তিনি।
আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যুমিছিল। শয়ে শয়ে প্রাণহানি বালেশ্বরের বাহানাগাকে যেন মৃ্ত্যুপুরী করে তুলেছে। তবে ৫১ ঘণ্টার ‘যুদ্ধ’ শেষে ফের স্বাভাবিক ছন্দে যখন ফিরছে বাহানাগা, তখন স্বজন হারানো মানুষগুলোর চোখের জল কিন্তু এখনও শুকোয়নি। কেউ বা লাশের পাহাড়র থেকে খুঁজে চলেছেন পরিবারের একমাত্র রোজগেরেকে। কেউ বা আবার হাসপাতালে চিকিৎসাধীন। প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। দুর্ঘটনার কবলে পড়া সেই মানুষগুলোর পাশে দাঁড়ালেন ইউটিউবার ক্যারি মিনাতি।
এশিয়ার জনপ্রিয় ইউটিউবার অজেয় নাগার ওরফে ক্যারি মিনাতি। গেমিং ইনফ্লুয়েন্সারও বটে। রবিবার ৪ ঘণ্টার একটা চ্যারিটি শো করেন তিনি। সেই শোয়ের থেকে আয় হওয়া সমস্ত টাকা তুলে দেবেন ওড়িশার মুখ্যমন্ত্রী আয়োজিত ত্রাণ তহবিলে। সেই লাইভ স্ট্রিম থেকে দুপুর ১টার মধ্যে আয় হয়েছে মোট ১১,৮৭,৬১১.৬৪ টাকা। তার সঙ্গে নিজের পকেট থেকে আরও দেড় লক্ষ টাকা দিলেন ক্যারি মিনাতি।
তাঁর এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন অনুরাগীরাও। যার জন্য পালটা ধন্যবাদ জানিয়ে ইউটিউবার বলেন, “আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.