Advertisement
Advertisement

Breaking News

Nysa Devgn

পুরুষবন্ধুর গলা জড়িয়ে পানশালায় ‘নেশাতুর’ নাইসা! ভাইরাল দেবগন-কন্যার কাণ্ড

ছবি প্রকাশ্যে আসতেই 'তৎপর' নিন্দুকরা!

Nysa Devgn parties with BFF Orhan at London | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:May 21, 2023 3:43 pm
  • Updated:May 21, 2023 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনের পানশালায় দেদার পার্টি নাইসা দেবগনের। মাসখানেক ধরেই পাপ্পারাজিদের নজরে অজয় দেবগন ও কাজলের কন্যা। কখনও রাতপার্টি থেকে বেরনোর সময়ে ধরা পড়েছে নাইসার টলমল হাঁটাচলা। আবার কখনও বা নেটপাড়ার নীতিপুলিশেরা তাঁকে তুলোধনা করেছেন স্টাইল স্টেটমেন্টের জন্য। তবে এবার আর মায়ানগরী নয়, সূদুর মার্কিন মুলুকে গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টির আমেজে মেতেছেন কাজল-কন্যা। তবুও পিছন ছাড়লেন না নিন্দুকরা। যে ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া।

ফের একবার পার্টিমুডে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ার চর্চায় নাইসা। সুইৎজারল্যান্ডে পড়াশোনার ফাঁকে আপাতত লন্ডনে সময় কাটাচ্ছেন তিনি। সেখানেই ঘনিষ্ঠ বন্ধু অরহান আওয়াত্রামনির গলা জড়িয়ে পানশালায় উদ্দাম পার্টি করতে দেখা গেল নাইসাকে। অরহান ওরফে ওরি-ই একাধিক ছবি শেয়ার করেছেন সেই রাতপার্টি থেকে।

Advertisement

[আরও পড়ুন: Cannes-এ মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’ শ্রাবন্তী, সুখবর দিলেন ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ]

সোনালি টপ আর কালো প্যান্টে নাইটক্লাবে বন্ধুদের মধ্যমণি হয়ে নজর কাড়লেন নাইসা দেবগন। ওরির শেয়ার করা ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। যা দেখে নিন্দুকরা কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি। উল্লেখ্য, এর আগেও নাইসাকে নাইটক্লাব থেকে বেসামাল অবস্থায় বেরতে দেখো খোরাক করেছিলেন নেটিজেনরা। যে বিষয়ে মুখ খুলেছিলেন মা কাজল খোদ।

[আরও পড়ুন: আচমকাই অসুস্থ সৌমিতৃষা ‘মিঠাই’! শুটিং থেকে নিলেন বিরতি]

তবে নেটদুনিয়ায় এত নিন্দা-সমালোচনা হলেও সংবাদমাধ্যমের কাছে কাজল জানান, “আমার মেয়ের জন্য আমি গর্বিত। আমার ভাল লাগে যে, ও যেখানেই যায়, নিজের মান-সম্মান বজায় রাখে। ওর তো ১৯ বছর বয়স, আমি শুধু এটুকুই বলতে পারি যে, জীবনে নাইসা যা করতে চায়, সেই ইচ্ছেপূরণ করার ওর পুরো অধিকার আছে। এখন ওর মজা করার সময়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement