Advertisement
Advertisement

Breaking News

Raktabeej 2

‘রক্তবীজ ২’-এর কাস্টিংয়ে চমক! আবির-মিমির সঙ্গে দেখা যাবে নুসরতকেও

পুজোর সময়ই মুক্তি পাওয়ার কথা সুপারহিট ছবিটির সিকুয়েলের।

Nusrat to star in Raktabeej 2
Published by: Biswadip Dey
  • Posted:February 18, 2025 5:07 pm
  • Updated:February 18, 2025 5:07 pm  

বিশেষ সংবাদদাতা: তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবছরের পুজোয় মুক্তি পাবে ছবিটির সিকুয়েল। গত মাসেই প্রকাশ্যে এসেছিল মোশন পোস্টার। এবার জানা গেল, ছবিতে আবির-মিমির পাশাপাশি থাকতে চলেছেন নুসরতও। তেমনই গুঞ্জন টলিপাড়ায়। কেবল নুসরতই নন, ছবিটিতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ ও কৌশানিকেও। এখন থেকেই ছবিটি ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। আর এই অবস্থাতেই নতুন চমক তৈরি করল নুসরতের ‘এন্ট্রি’।

কোন ভূমিকায় দেখা যাবে নুসরতকে? সেই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা। আসলে শিবপ্রসাদ-নন্দিতার ছবি মানেই চমক। কাজেই জনপ্রিয় এই অভিনেত্রীকে যে বিশেষ কোনও চরিত্রে ভাবা হবে তা নিশ্চিত।

Advertisement

Raktabeej movie making run count, this is how much it made in 16 days

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুলপ্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার ‘হিট মেশিন’ পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে। প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা। গত মাসে মুক্তি পেয়েছিল ছবির মোশন পোস্টার। দশ সেকেন্ডের ঝলকে দেখা যায় রুক্ষ জমির ওপর একফোঁটা রক্ত থেকেই চারদিকে ছড়িয়ে পড়ছে রক্তবীজ। ক্রমে সেখানেই ফুটে উঠছে ‘রক্তবীজ ২’ ছবির নাম। গুঞ্জন রয়েছে ছবিতে নাকি সোহম চক্রবর্তীকেও দেখা যেতে পারে। সব মিলিয়ে ছবি ঘিরে গুঞ্জন ক্রমেই বাড়ছে।

গত বছরের মতো এবারও পুজোর সময় বাংলা ছবি ঘিরে ঝড় উঠবে। পুজোর স্লট বুক করে রেখেছে দেব, ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটি। ‘রঘু ডাকাত’ নিয়েও চর্চা শুরু হয়েছে। ফলে ‘রক্তবীজ ২’-কে যে কড়া টক্করে পড়তে হবে তা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub