Advertisement
Advertisement
Nusrat Jahan

সরস্বতী পুজো করবেন যশ-নুসরত, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানালেন তারকা জুটি

'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবিতে দেখা যাবে যশ ও নুসরতকে।

Nusrat Jahan Yash Dasgupta arranging Saraswati puja at nt1 studio | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 2, 2022 11:39 am
  • Updated:February 2, 2022 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সরস্বতী পুজো। হাতে মাত্র কয়েকটা দিন। গত বছরের মতোই নিউ থিয়েটার্সের ১-এ স্টুডিওতে ‘সাজ সাজ’ রব। ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়ে গিয়েছে। এবারের সরস্বতীপুজোয় ঠিক কী কী হবে, তার তালিকাও তৈরি। সঙ্গে আবার চলছে শুটিংয়ের কাজও। আর কাজের ফাঁকেই সরস্বতী পুজোর আয়োজনে ব্যস্ত অভিনেতা, অভিনেত্রীরা। আর সেই কারণেই পুজোর জন্য সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানালেন নুসরত (Nusrat Jahan) ও যশ (Yash Dasgupta)।

পরিচালক শিলাদিত্য মৌলিকের ভাবনায় বাগদেবীর বন্দনায় গত বছরের মতো এবারও মেতে উঠবে টলিউডের তারকারা। ঠিক যেমনটি গত বছর, এই পুজোয় সামিল হয়েছিলেন, প্রিয়াঙ্কা সরকার, সায়ন্তনী গুহ ঠাকুরতা, অরিন্দম শীল, ইন্দ্রাশিস আচার্য, শুভ্রজিৎ মিত্র, সায়নী ঘোষেরা।

Advertisement

[আরও পড়ুন: নতুন রূপে ছোটপর্দায় ফিরছেন ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও]

তবে এবার স্টুডিও পাড়ার এই সরস্বতীর পুজোর মুখ যশ ও নুসরত। টলিপাড়ার সবচেয়ে আলোচিত এই জুটিই কোমর বেঁধে নেমে পড়েছেন এই পুজোর আয়োজনে। তাই ফেসবুকে এসে অনুরাগীদের আমন্ত্রণ জানালেন নুসরত ও যশ।

তাঁরা বলেন, ‘আমরা সবাই মিলে সরস্বতী পুজো করছি। যার নাম সিনেমার সরস্বতী। ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। আপনারা সবাই অবশ্যই আসবেন। সবাই মিলে আনন্দ করা যাবে।’

স্টুডিও পাড়ার এই সরস্বতী পুজোয় রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থাও। মেনুতে থাকছে খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি, নলেন গুড়ের পায়েস।

পরিচালক শিলাদিত্যর ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে জুটি বেঁধেছেন যশ ও নুসরত। এই ছবির শুটিং চলছে এখন। আর তারই মাঝখানে এই সরস্বতীপুজোর আয়োজনে ব্যস্ত তারকারা। 

সদ্য় মুক্তি পেয়েছে নুসরত জাহান অভিনীত ছবি ‘স্বস্তিক সংকেত’। ছবিতে প্রশংসিত হয়েছে নুসরতের অভিনয়। মা হওয়ার পরই  ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র ফ্লোরে ফেরেন নুসরত। তারপর একটি রেডিও চ্যানেলের হয়ে সঞ্চালনার দায়িত্বও সামলাচ্ছেন। আর এবার যশকে সঙ্গে নিয়ে সরস্বতী পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিলেন সাংসদ-অভিনেত্রী। 

[আরও পড়ুন: দুর্গাপুজোয় দেখা, প্রেমের মাসে বিয়ে, কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেতা মৈনাক? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement