সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। গিয়েছিলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গড় বীরভূমে। তারাপীঠের মন্দিরে পুজো দিয়েছিলেন। পুজোর পর আবার জনসভায় গিয়ে বক্তব্য রেখেছিলেন। বিজেপি নেতার সাম্প্রতিক সফরের জনসভার ছবি পোস্ট করেই তীব্র কটাক্ষ করলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)।
দু’টি ছবি টুইটারে (Twitter) পোস্ট করেছেন বসিরহাটের সাংসদ। যার একটি খবরের স্ক্রিনশট। ছবি দু’টিতেই জনসভার মাঠের বেশিরভাগ অংশ খালি দেখা যাচ্ছে। শুধু মঞ্চের কাছে একটু জমায়েত রয়েছে। নিজের এই পোস্টের ক্যাপশনে নুসরত লিখেছেন, “দেখে ভাল লাগছে যে বেশিরভাগ চেয়ার খালি আর জে পি নাড্ডাজি উপযুক্ত সম্বর্ধনাই পেয়েছেন। তার সফরে মাঠ প্রায় খালি! জুমলা রাজনীতিকে বাংলার মানুষ সবসময়ই প্রত্যাখ্যানই করবে।”
Happy to see @JPNadda ji receive a well-deserved welcome of vacant chairs and empty grounds during his visit!
The people of Bengal will forever reject your jumla politics! pic.twitter.com/wTbXlZla7b
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) February 10, 2021
সোশ্যাল মিডিয়ায় এভাবেই ভারতীয় জনতা পার্টি এবং তাঁর সদস্যদের সমালোচনা করেন নুসরত। কিছুদিন আগে চলতি অর্থবর্ষের বাজেট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) একহাত নেন তিনি। টুইটারে একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, “বাজেট? নাকি আমরা এটাকে বিশ্বাসঘাতকতা বলব? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি’র দেশকে বেচার দারুণ একটা কৌশল।” রাজনৈতিক জগতের এই টুইট যুদ্ধের পাশাপাশি নিজের আসন্ন ছবি ‘ডিকশনারি’র (Dictionary) প্রচারও করছেন নুসরত। ব্রাত্য বসুর পরিচালনায় ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি। শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
অপেক্ষার আর মাত্র ৩ দিন..#ডিকশনারি ১২ই ফেব্রুয়ারী থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে..#Dictionary welcomes all cinelovers back to the cinema halls
Trailer: https://t.co/iUGcsLb3jI#Dictionary #ReleasingON12thFebruary
.
.
.@basu_bratya l @itsmeabir | @nusratchirps l pic.twitter.com/ObpmGEsFM3— FriendsCommunication (@FriendsCommKol) February 9, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.