Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

‘বিষাক্ত ঠোঁট’, ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে নুসরত জাহান

ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করেন নুসরত।

Nusrat Jahan trolled for her Instagram post | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 25, 2022 12:00 pm
  • Updated:April 25, 2022 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ব্যঙ্গ, বিদ্রুপ, কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না নুসরত জাহানের (Nusrat Jahan)। মজা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছিলেন অভিনেত্রী। এর জন্যই ট্রোল হতে হল তাঁকে। ঠোঁট নিয়ে করা হল তীব্র কটাক্ষ।

Nusrat Insta post

Advertisement

ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করেন নুসরত। অ্যাপের মাধ্যমে হয়তো স্পেশ্য়াল এফেক্ট ব্যবহার করা হয়েছে। ভিডিওটিকে নিজের শনিবারের মুড হিসেবে ব্যাখ্যা করেন অভিনেত্রী। ক্যাপশনে জানান, মিষ্টি লেগেছে বলেই ভিডিওটি আপলোড করেছেন। পরে ডিলিটও করে দিতে পারেন।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

[আরও পড়ুন: রেজিস্ট্রি বিয়ে সারলেন দিদি চিত্রাঙ্গদা, অনুষ্ঠান কবে? ছবি পোস্ট করে জানালেন ঋতাভরী]

নুসরত এবং তাঁর অনুরাগীদের ভিডিওটি পছন্দ হলেও কিছু মানুষের ভিডিওটি এক্কেবারেই পছন্দ হয়নি। “এটা কী ঠোঁট বাপ রে”, “কী বাজে হয়ে গিয়েছে মুখটা”, এমন মন্তব্য করা হয়েছে নুসরতের এই পোস্টে। অনেকে আবার একে ভয়ানক আখ্যা দিয়েছে। একজন লেখেন “বিষাক্ত ঠোঁট।”

Reaction of Nusrat's post Reaction of Nusrat's post 1

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ট্রোল হয়েছেন নুসরত। নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন মাথায় সিঁদুর পরায় কটাক্ষের শিকার হয়েছিলেন। পরে নিখিলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর যখন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে, তখনও বিস্তর ব্যঙ্গ-বিদ্রুপ হয়েছে। নুসরতের সন্তানের বাবা কে? সেই প্রশ্নে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। পরে নুসরত ঈশানের বাবা হিসেবে অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) নামই নথিভুক্ত করান।

Nusrat Jahan and Yash Dasgupta in Sourav Ganguly's Dadagiri Unlimited | Sangbad Pratidin

কিছুদিন আগেই যশের সঙ্গে ‘দাদাগিরি আনলিমিটেড’ শোয়ে গিয়েছিলেন যশ-নুসরত (Yash-Nusrat)। তার প্রোমো ভিডিওতেও “আদিখ্যেতা দেখে বাঁচিনা বাপু”, “প্রত্যেক বছর নতুন একেকটা জামাই নিয়ে এস নুসরত”,  এমন মন্তব্য করা হয়। এমন কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপে অবশ্য তেমন মাথা ঘামান না অভিনেত্রী। অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

[আরও পড়ুন: ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’, এ কথায় আপত্তি সুদীপ্তা চক্রবর্তীর, কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement