Advertisement
Advertisement
Nusrat Jahan

‘ধর্ম নিরপেক্ষ ভারতের আদর্শ নাগরিক হবে আমাদের সন্তান!’ অকপট নুসরত জাহান

আর কী বললেন নুসরত?

Nusrat Jahan speaks about her Son Yishaan and Yash | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 2, 2022 4:35 pm
  • Updated:February 2, 2022 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে নুসরত-যশ (Yash Dasgupta) প্রেম। তারপর নুসরত অন্তঃসত্ত্বা হওয়ার পর সন্তানের বাবা কে, তা নিয়ে নানা জল্পনা। এই জল্পনার মাঝেই নুসরত ও যশের জীবনে এল ঈশান। নুসরত নিজের মুখে কিছু না বললেও, হঠাৎ প্রকাশ্যে এল ঈশানের বাবার নাম যশ দাশগুপ্ত! এর পরে নুসরত অনুরাগীরা ভেবে ছিলেন নুসরত-যশ কাণ্ডে হয়তো ইতি পড়তে চলেছে। কিন্তু টলিউডের এই মুচমুচে গুঞ্জন কি সহজে থামে! একেবারেই নয়। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকার দিয়ে ফের আলোচনায় চলে এলেন নুসরত জাহান (Nusrat Jahan)। 

মা হওয়ার পর নুসরত সদ্য নিজের কাজে ফিরেছেন। হাতে তাঁর বেশ কয়েকটি ছবি। মুক্তি পেয়েছে নুসরতের নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’ও। কেরিয়ার, যশ, সন্তান ও ঈশানকে নিয়ে দিব্যি রয়েছেন নুসরত। আগেও যেমন তাঁকে কেন্দ্র করে ওঠা গুঞ্জনকে পাত্তা দিতেন না নুসরত, এখনও তিনি সেরকমই। তবে সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে যশ ও ছেলে ঈশানকে নিয়ে মন খুলে কথা বললেন নুসরত। এই সাক্ষাৎকারেই তিনি বলেন, তাঁর সন্তান ঈশান ধর্ম নিরপেক্ষ ভারতের প্রতীক!

Advertisement

[আরও পড়ুন: সরস্বতী পুজো করবেন যশ-নুসরত, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানালেন তারকা জুটি]

ইন্ডিয়া টুডের এই সাক্ষাৎকারে নুসরতকে জিজ্ঞাসা করা হয়, আপনি মুসলিম, যশ হিন্দু। আপনার সন্তান কোন পরিচয়ে বেড়ে উঠবে? এই প্রশ্নের উত্তরে নুসরতের স্পষ্ট জবাব, ”একজন ভাল মানুষের মতোই বেড়ে উঠবে ঈশান। আমার সন্তান দুই ধর্ম থেকেই শিক্ষা নেবে। অভিভাবক হিসেবে আমরা দু’ জনেই খুবই উদারমনস্ক। আমাদের বাড়িতে দিওয়ালি, দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাস পালন করা হয়। আমার মনে হয় ঈশানের সামনে আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ভারতের উদাহরণ তুলে ধরতে পারব। ঈশান ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে বড় হবে, এটাই আমার বিশ্বাস।”

Wikipedia shows Yash as Nusrat Jahan’s ‘domestic partner’
ছবি সূত্র – ইনস্টাগ্রাম

২০১৯ সালে তুরস্কে উড়ে গিয়ে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন। তখনই সামনে আসে অভিনেতা যশ দাশগুপ্তর নাম। গত বছরই আলিপুর আদালত রায় দিয়ে জানিয়েছে, নুসরত ও নিখিলের এই তুরস্কের বিয়ে বৈধ নয়! এরই মাঝে ২০২১ সালের আগস্ট মাসে জন্ম হয় নুসরতপুত্র ঈশানের। বার্থ সার্টিফিকেটের মারফত প্রকাশ্যে আসে ঈশানের পিতার নাম যশ দাশগুপ্ত। তবে তাঁকে নিয়ে ওঠা সমস্ত গুঞ্জনকে ভুলে নিজের পরিবার ও কেরিয়ারের দিকেই এখন নজর দিতে চান অভিনেত্রী সাংসদ নুসরত জাহান।

[আরও পড়ুন: নতুন রূপে ছোটপর্দায় ফিরছেন ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement