Advertisement
Advertisement
নুসরত জাহান

বেলুন বিক্রি করছে পথশিশু, কোলে বসিয়ে ছবি তুললেন সাংসদ নুসরত

তৃণমূল সাংসদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Nusrat Jahan shares photo with a street child, netizens appluaded her
Published by: Sandipta Bhanja
  • Posted:December 10, 2019 7:36 pm
  • Updated:December 10, 2019 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যতিক্রমী মানসিকতার প্রমাণ তিনি আগেই দিয়েছেন। কখনও উৎসবের আনন্দ পথশিশুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তো, আবার কখনও বা উৎসব উপলক্ষে দুর্গতদের বস্ত্র বিলি করেছেন। তৃণমূলের তারকা সাংসদ মুসলিম ধর্মাবলম্বী হয়ে বিয়ে করেছেন হিন্দু প্রেমিককে। সিঁদুর পরেছেন। লোকসভায় গিয়ে স্পিকারের পায়ে হাত দিয়ে প্রমাণ করেছেন। স্টারডমের বাইরে গিয়ে মিশে গিয়েছেন বসিরহাটের মানুষদের সঙ্গে। নুসরত জাহান, আরও একবার মন কেড়ে নিলেন ভক্তদের।

এক-দেড় বছরের একটি বেলুন বিক্রেতাকে দেখে আবেগপ্রবণ হয়েছিলেন বসিরহাট সাংসদ। সেই পথশিশুকে দেখে বিগলিত হয়ে গাড়ি থেকে নেমে যান। সোজা জড়িয়ে ধরে কোলে বসান সেই শিশু বেলুন বিক্রেতাকে। আদর করে চুমুও এঁকে দেন গালে। আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ক্যাপশনও লিখেছেন খাসা। নুসরতের কথায়, “বিশেষ একজনের সঙ্গে আমার উইকেন্ডটা আরও বিশেষ হয়ে গেল। এক দেড় বছরের শিশুটি রাস্তায় বেলুন বিক্রি করছিল। ওর বেলুনগুলির থেকেও ও বেশি রঙিন। বেশি মিষ্টি।” ভালবাসাই যে মানবতার একমাত্র ভাষা, এই ছবি শেয়ার করে সেই বার্তাই দিতে চেয়েছেন নুসরত। আর তার ইঙ্গিত দিয়েছেন সেই হ্যাশট্যাগেই।

Advertisement

[আরও পড়ুন:‘ছিঁড়বে কাঁটাতার, মরবে বিদ্বেষ’, সৃজিত-মিথিলার বিয়ে প্রসঙ্গে মানবতার বার্তা তসলিমার ]

উল্লেখ্য, এবছর দীপাবলির সময়ও স্বামী নিখিলের সঙ্গে নিজের সংসদীয় এলাকার দুঃস্থদের বস্ত্র বিতরণ করেছেন। শুধু শিশুদের জন্যই যে উপহার ছিল, এমনটাও নয়। মহিলাদের হাতেও শাড়ি তুলে দিয়েছিলেন নিখিল জৈন এবং নুসরত জাহান। এর আগে দুর্গাপুজোয় অষ্টমীর অঞ্জলি দিয়ে মৌলবাদীদের রোষানলে পড়েছিলেন নুসরত। বিয়ের পর বিবাহিতা হিন্দু নারীর বেশে সংসদে উপস্থিত হওয়াতেও ফতোয়া জারি হয়েছিল এই তৃণমূল সাংসদের উপর। তবে সে সবে মোটেই কর্ণপাত করতে রাজি নন নুসরত জাহান। এত কাজের মাঝেও আগামী ছবি ‘অসুর’-এর শুটিং সেরেছেন। সংসদের শীতকালীন অধিবেশনে গিয়ে সংসদীয় এলাকার সুবিধে-অসুবিধে তুলে ধরেছেন। এমনকী, জাতীয় এক ম্যাগাজিনের কভার পেজের জন্য স্বামী-স্ত্রী নিখিল-নুসরত শুটও করেছেন। এককথায় নুসরত জাহান যে মানসিকতা এবং তাঁর কাজের দিক দিয়ে ব্যতিক্রমী, তা তিনি বারবারই প্রমাণ করে দিয়েছেন।  

[আরও পড়ুন: ‘জেলে পচে মরুক ধর্ষকরা’, এনকাউন্টারের বিরোধিতায় সরব ওয়াহিদা রহমান]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Made my weekend special.. with the special one.. a 1 year and a half baby selling balloons 🎈…. was way more cuter and colourful than the balloons.. #loveforall #loveistheonlylanguage

A post shared by Nusrat (@nusratchirps) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement