Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan Shakib Khan

ইদের আগে ঝড় তুলল শাকিব-নুসরতের ‘চাঁদমামা’, মিমির ‘উরা ধুরা’কে টেক্কা দিতে পারবে?

শাকিব-নুসরতের রসায়ন দেখে নেটপাড়া তুলনা টানল 'পুষ্পা ২'-এর আইটেম গানের সঙ্গে।

Nusrat Jahan, Shakib Khan's Chand mama item song out
Published by: Sandipta Bhanja
  • Posted:March 29, 2025 3:04 pm
  • Updated:March 29, 2025 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘তুফান’ তুলে অনুরাগীদের মন ‘উরা ধুরা’ করে দিয়েছিলেন মিমি চক্রবর্তী। এবারের ইদে আগুন জ্বালিয়ে দিলেন তাঁর ‘বোনুয়া’ নুসরত জাহান। শাকিবের জন্মদিন উপলক্ষে অবশেষে মুক্তি পেল বহুপ্রতীক্ষিত ‘চাঁদমামা’ গানটি। আর সেই মিউজিক ভিডিও দেখেই তোলপাড় দুই বাংলা। বলাই বাহুল্য, শাকিব-নুসরতের ‘ইদি’ যে তাঁদের বেশ মনে ধরেছে।

২৮ মার্চ ছিল শাকিবের জন্মদিন, অন্যদিকে ৩১ মার্চ ইদ। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে দিন দুয়েক আগেই আইটেম নম্বর ‘চাঁদমামা’র টিজার প্রকাশ্যে নিয়ে এসেছিলেন নির্মাতারা। এবার গোটা মিউজিক ভিডিও দেখে আগুন দুই বাংলায়। অনুরাগীদের মন্তব্য, ‘ইদের ষোলো কলা পূর্ণ!’ এদিকে নুসরত জাহানের সঙ্গে শাকিবের রোম্যান্স দেখে ‘তুফান’-এর তুলনা টেনেছেন অনেকে। কেউ বা আবার ‘পুষ্পা ২’ ছবির ‘কিশিক’ গানটির প্রসঙ্গও তুলেছেন। পদ্মাপারের অনুরাগীদের একাংশ বলছে, ‘এই গান সব রেকর্ড ভেঙে ফেলবে।’ আরেক পক্ষের মত, ‘অতই সহজ? শাকিব-মিমির উরা ধুরা গানটি গতবছর থেকেই ইউটিউবে ট্রেন্ডিং তালিকার প্রথম পাঁচে থাকছে।’ সবমিলিয়ে ‘চাঁদমামা’ নিয়ে সরগরম অনুরাগীমহল। তবে নুসরত জাহানের ‘চাঁদমামা’ মিমির ‘উরা ধুরা’কে টেক্কা দিতে পারবে কিনা? সেটা সময়ই বলে দেবে।

Advertisement

প্রসঙ্গত, মেহেদি হাসানের ‘বরবাদ’ সিনেমায় থাকছে এই গান। যে ছবির শুটিং হয়েছে মুম্বইয়ে। অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ‘খাদান’-এর ‘কিশোরী’ ইধিকা পাল। আর সেই সিনেমারই অংশ নুসরত জাহানের আইটেম ডান্স ‘চাঁদমামা’। অতঃপর দুই বাংলার অনুরাগীদের জন্য যে এটা বড় ‘ইদি’ অর্থাৎ ইদের উপহার হতে চলেছে, তা বলাই বাহুল্য। তাঁদের কথায়, ‘চলতি বছর ইদের চাঁদ সম্ভবত সত্যিই অনেক বেশি উজ্জ্বল হতে চলেছে।’ কতটা উজ্জ্বল? চাঁদমামা গানটি রিলিজ করেই বুঝিয়ে দিলেন শাকিব-নুসরত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

মাস খানেক আগেই মুম্বইতে গিয়ে ‘বরবাদ’ সিনেমার আইটেম নম্বর ‘চাঁদমামা’র শুটিং করে এসেছিলেন নুসরত। জানা গিয়েছে, ‘তুফান’ সিনেমারও দ্বিগুণ বাজেটে তৈরি হয়েছে ‘বরবাদ’। উল্লেখ্য, শাকিবের সঙ্গে এটা টলিউড অভিনেত্রীর দ্বিতীয় কাজ। এর আগেও ‘নকাব’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তাঁরা। তখনও শাকিব-নুসরত জুটিকে পছন্দ করেছিলেন দুই বাংলার দর্শকরা। তবে এবার শুধু আইটেম ডান্সের জন্য জুটি বেঁধে কেমন অভিজ্ঞতা? মুম্বই থেকে শুটিং করে ফিরেই অভিনেত্রী জানিয়েছিলেন, “পারফর্মার হিসেবে একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময়েই ভালো হয়। তাছাড়া শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। বাকিটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে সকলকে।” বলাই বাহুল্য, সেই প্রতীক্ষার অবসান ঘটল। প্রকাশ্যে ‘চাঁদমামা’ গান। যেখানে শাকিব-নুসরতের মাখোমাখো রসায়ন নজর কাড়ল। আপাতত সেই গানে বুঁদ নেটপাড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub