Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

ছেলে নিয়ে বাড়ি ফেরার পর প্রথম ছবি পোস্ট করলেন Nusrat Jahan

এই ছবি দেখে টলি অভিনেতারা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।

Nusrat jahan post new photo after becoming mother | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 31, 2021 1:56 pm
  • Updated:August 31, 2021 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই ছেলে ঈশানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্তও (Yash Dasgupta)। ছোট্ট ঈশানকে (Yishaan) কোলে নিয়ে গাড়িতে ওঠেন যশই। শুধু তাই নয়, নিজের হাতেই গাড়ি চালিয়ে নুসরতকে বাড়ি পৌঁছে দেন তিনি।

তারপর থেকেই ছোট্ট ঈশানকে নিয়ে কৌতূহল বেড়েছিল নেটদুনিয়ায়। এমনকী, নুসরতের সন্তান কেমন দেখতে হয়েছে, তা নিয়েও চর্চা চলছিল। তবে ছোট্ট ঈশানকে প্রকাশ্যে আনার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন নুসরত। তাই কোনও ছবি পোস্টও করেননি তিনি।

Advertisement

তবে মা হওয়ার পর ইনস্টাগ্রামে একেবারে নতুন ছবি পোস্ট করে ফেললেন নুসরত। মা হওয়ার আগে এক ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। সেই ছবিই পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে নুসরতকে সাদা-আকাশি রঙের খোলামেলা পোশাকে দেখা যাচ্ছে। ছবিটি তুলেছেন ফটোগ্রাফার সোমনাথ রায়।

[আরও পড়ুন: Raj Kundra Case: সন্তানদের সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছাড়ছেন Shilpa Shetty!]

Nusrat jahan post new photo after becoming mother
মা হওয়ার পর এই প্রথম ছবি পোস্ট নুসরতের।

এখানে বলে রাখা দরকার, অভিনেতা যশ দাশগুপ্তও সম্প্রতি পোস্ট করেছেন তাঁর ফটোশুটের বেশ কয়েকটি ছবি। সেই ছবিও কিন্তু তুলেছেন একই ফটোগ্রাফার। তবে এখানেই শেষ নয়। কয়েকদিন আগে নুসরতের স্বামী, মানে যাঁকে পরবর্তীতে লিভ ইন পার্টনার বলেই দাবি করেছিলেন অভিনেত্রী, সেই নিখিল জৈনও (Nikhil Jain) একটি ফটোশুটের ছবি পোস্ট করেন। সেই ছবিটিও তোলা একই ফটোগ্রাফারের। নেটিজেনদের চোখ এড়ায়নি এই কাকতালীয় যোগাযোগটিও। এখন তা চোখে পড়তেই শুরু নানা গুঞ্জন! নেটিজেনরা বলছে, তাহলে কি এই ফটোগ্রাফারের যোগসূত্র ধরেই বন্ধুত্বের দিকে এগোচ্ছেন নিখিল, নুসরত ও যশ? 

Yash Dasgupta
দু”দিন আগে এই ছবিটা পোস্ট করেছেন যশ দাশগুপ্ত।

নুসরত জাহান অন্তঃসত্ত্বা হওয়ার পরই গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেত্রীর গর্ভের সন্তান নাকি আসলে অভিনেতা যশ দাশগুপ্তর। তবে সন্তানের বাবা কে, তা নিয়ে প্রথম থেকেই মুখে কুলুপ এঁটেছেন নুসরত। মা হওয়ার পরও নুসরত কিচ্ছুটি জানাননি। যশও কিছু বলেননি। এমনকী, হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও বিষয়টি আড়ালেই রেখেছেন। গুঞ্জনে শোনা যাচ্ছে, নুসরত ছেলের নামের মধ্যে দিয়েই সন্তানের বাবার পরিচয় জানিয়ে দিয়েছেন! তবে এই স্পেকুলেশন কতটা ঠিক, তা নুসরতই জানেন।

Nikhil Jain
কয়েকদিন আগে এই ছবিটা পোস্ট করেন নিখিল জৈন। সবার ছবিই একই ফটোগ্রাফারের তোলা।

নুসরতের মা হওয়ার এই পুরো জার্নিটায় সব গুঞ্জনকে এক পাশে সরিয়ে, একেবারে শক্ত খুঁটি হয়ে নুসরতের পাশেই ছিলেন যশ। ঝড় বয়েছে অনেক, শুনতে হয়েছে অনেক কুকথা। তবুও বন্ধুত্ব, প্রেমের খাতিরে নুসরতের সঙ্গী হয়ে উঠেছেন তিনি। তাই তো নুসরতকে যখন হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও পাশে ছিলেন যশ। ছিলেন উদ্বিগ্নও। তবে এখন খুশির হাওয়া। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। আর তাই নুসরতের স্পেশ্যাল বন্ধু হয়ে যশের খুশিটা সবার থেকে একটু বেশিই।

[আরও পড়ুন: মাদক কাণ্ডে আরও বিপাকে অভিনেতা Armaan Kohli, দু’দিন থাকতে হবে হেফাজতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement