Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

যশকে বিয়ে করেছেন? অবশেষে মুখ খুললেন নুসরত জাহান

গত বছর আগস্ট মাসে জন্ম হয় নুসরত ও যশের ছেলে ঈশানের।

Nusrat Jahan opens up on marriage to Yash Dasgupta | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 15, 2022 7:32 pm
  • Updated:February 15, 2022 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে নুসরত-যশ (Yash Dasgupta) প্রেম। তারপর নুসরত অন্তঃসত্ত্বা হওয়ার পর সন্তানের বাবা কে, তা নিয়ে নানা জল্পনা। এই জল্পনার মাঝেই নুসরত ও যশের জীবনে এল ঈশান। নুসরত (Nusrat Jahan) নিজের মুখে কিছু না বললেও, হঠাৎ প্রকাশ্যে এল ঈশানের বাবার নাম যশ দাশগুপ্ত! এর পরে নুসরত অনুরাগীরা ভেবে ছিলেন নুসরত-যশ কাণ্ডে হয়তো ইতি পড়তে চলেছে। কিন্তু টলিউডের এই মুচমুচে গুঞ্জন কি সহজে থামে! একেবারেই নয়।

মা হওয়ার পর নুসরত সদ্য নিজের কাজে ফিরেছেন। হাতে তাঁর বেশ কয়েকটি ছবি। মুক্তি পেয়েছে নুসরতের নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’ও। কেরিয়ার, যশ, সন্তান ও ঈশানকে নিয়ে দিব্যি রয়েছেন নুসরত। আগেও যেমন তাঁকে কেন্দ্র করে ওঠা গুঞ্জনকে পাত্তা দিতেন না নুসরত, এখনও তিনি সেরকমই। তবে সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে যশ ও ছেলে ঈশানকে নিয়ে মন খুলে কথা বললেন নুসরত। তবে শুধু নুসরতই নয়, এই সাক্ষাৎকারে ছিলেন যশও। নিজেদের প্রেম, সংসার, নিয়ে দুজনেই কথা বললেন একেবারে বিন্দাস কায়দায়।

Advertisement

[আরও পড়ুন: মুখে বিড়ি! ‘গাঙ্গুবাই’ আলিয়ার সাজে খুদেকে দেখে তীব্র সমালোচনা কঙ্গনার ]

যশকে কি সত্যিই বিয়ে করেছেন নুসরত? এই প্রশ্নের সম্মুখীন বার বার হতে হয় নুসরতকে। এই সাক্ষাৎকারও তার ব্যতিক্রম নয়। তবে এবারটি আর চুপ থাকলেন না অভিনেত্রী। মুখ খুললেন যশকে বিয়ের প্রসঙ্গে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

কী বললেন নুসরত?

এই সাক্ষাৎকারে নুসরত জাহান জানান, এই প্রশ্নই বার বার ফিরে আসছে আমার কাছে। একটা সময় ছিল আমার কাছে জানতে চাওয়া হয়েছিল আমার বাচ্চার বাবা কে, সেটার জানার পর এখন বিয়ের প্রশ্ন উঠেছে। বিয়ে করলেই কি চিৎকার করে সবাইকে বলতে হবে? সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল পরিবার। আমাদের সন্তান আছে, আমরা এক পরিবার, এবার পরিবার তৈরির রীতি সকলেরই জানা। তাই এর পরেও কি বিয়ের কথা আলাদা করে জাহির করতে হবে! আমি সেটাই বিশ্বাসী নই। 

২০১৯ সালে তুরস্কে উড়ে গিয়ে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন। তখনই সামনে আসে অভিনেতা যশ দাশগুপ্তর নাম। গত বছরই আলিপুর আদালত রায় দিয়ে জানিয়েছে, নুসরত ও নিখিলের এই তুরস্কের বিয়ে বৈধ নয়! এরই মাঝে ২০২১ সালের আগস্ট মাসে জন্ম হয় নুসরতপুত্র ঈশানের। বার্থ সার্টিফিকেটের মারফত প্রকাশ্যে আসে ঈশানের পিতার নাম যশ দাশগুপ্ত। তবে তাঁকে নিয়ে ওঠা সমস্ত গুঞ্জনকে ভুলে নিজের পরিবার ও কেরিয়ারের দিকেই এখন নজর দিতে চান অভিনেত্রী সাংসদ নুসরত জাহান।

[আরও পড়ুন: ফিরছে বিভূতিভূষণের অপু ও দুর্গা, মুক্তি পেল ‘আমি ও অপু’র টিজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement