Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

কেন মাতৃদিবসেই ছেলের ছবি পোস্ট করলেন? জানালেন নুসরত

ঈশানের আরও ছবি কি পোস্ট করবেন অভিনেত্রী?

Nusrat Jahan on posting Yishaan’s pics on Mother's Day
Published by: Suparna Majumder
  • Posted:May 14, 2024 3:19 pm
  • Updated:May 14, 2024 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের আগস্টে তিন বছর হবে ঈশানের। এতদিন ছেলেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। আচমকাই হল মুখদর্শন। আন্তর্জাতিক মাতৃদিবসে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে চমকে দেন অভিনেত্রী। কেন এই দিনটিকেই ছেলের ছবি প্রকাশ্যে আনার জন্য বেছে নিলেন। জানালেন সেই কথা।

Nusrat-Yishaan-1
ছবি: ইনস্টাগ্রাম

সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে নুসরত জানান, ঈশান এখন মাতৃদিবস বুঝতে শিখেছে। প্লে স্কুলে সেলিব্রেশনও হয়েছে। রবিবার বাড়িতেই কেক কাটা হয়েছে। নিজের মতো করে মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছে খুদে। সেই সময় কয়েকটি ছবি তোলা হয়েছিল। ছবিগুলো বেশ ভালো উঠেছিল। যশ আর নুসরত সঙ্গে সঙ্গেই তা সোশাল মিডিয়ায় দেওয়ার সিদ্ধান্ত নেন। খুদেকে আদরে ভরিয়ে দেন নেটিজেনরা। অভিনেত্রী জানান, আগে থেকে বিশাল কোনও পরিকল্পনা করে এই ছবি পোস্ট করা হয়নি। অল্প সময়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: অকায়-ভামিকার ছবি না তোলার পুরস্কার! দারুণ গিফ্ট বিরুষ্কার, কী কী আছে তাতে?]

২০২১ সালের ২৬ আগস্ট ঈশানের জন্ম হয়। জন্মের আগে থেকেই সে লাইমলাইটে। ঈশানের পিতৃপরিচয় নিয়েও কম চর্চা হয়নি ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে সোশাল মিডিয়াজুড়ে। বছর দুই আগে দীপাবলিতে সন্তান কোলে ছবি পোস্ট করেছিলেন নুসরত। তবে তাতে ঈশানের মুখ দেখা যায়নি। নুসরত জানান, কিছুদিন আগে ব্যাংককের ফি ফি আইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখানকার চিড়িয়াখানায় দারুণ মজা করেছে ঈশান। সেখানেও প্রচুর ছবি তোলা হয়েছে।

তাহলে কী এবার থেকে ঈশানের ছবি এভাবেই পোস্ট করবেন? না, তেমনটা একেবারেই করবেন না বলে জানিয়ে দেন নুসরত। অভিনেত্রী বলেন, “আমি আর যশ দুজনেই মনে করি শিশুদের সোশাল মিডিয়ার বিষাক্ত পরিবেশ থেকে দূরে রাখা উচিত। তারা যখন নিজেরা বড় হবে, নিজেরাই নিজেদের প্রোফাইল খুলে যেটা ইচ্ছে সেটা পোস্ট করতে পারবে।” মা আর বাবার মধ্যে কার কথা বেশি শোনে ঈশান? নুসরতের জবাব, বাবার কাছেই বেশি বাধ্য থাকে খুদে। মাকে মনে নিজের খেলার সঙ্গী।

[আরও পড়ুন: সলমনের বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ১, কত টাকা পেয়েছিল শুটাররা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement