Advertisement
Advertisement
নুসরত জাহান

নুসরতের নয়া ব্র্যান্ড ‘ইউভ’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে হাজির মিমি-পায়েলরা

ব়্যাম্প কাঁপালেন তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, সৌরসেনী মৈত্রের মতো টলিউড অভিনেত্রীরা।

Nusrat Jahan launches her new fashion brand named Youve
Published by: Sandipta Bhanja
  • Posted:January 26, 2020 9:49 pm
  • Updated:January 26, 2020 9:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেলে হয়ে গেল জমকালো ফ্যাশন শো। পুরোভাগে তৃণমমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। শুধু নুসরত বললেন অবশ্য ভুল হবে! ‘মিস্টার অ্যান্ড মিসেস জৈন’। নিখিলের পোশাক ব্যান্ডের হাত ধরেই এল আরেক পোশাক ব্র্যান্ড। নুসরত জাহানের ‘ইয়ুভ’। পাঁচতারা হোটেলে তখন তারকাদের ভিড়। রং-বেরঙের পোশাক, গান, তারকাদের আড্ডা, সে এক এলাহি ব্যাপার।

‘ইয়ুভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নুসরতের পাশে দাঁড়াতে হাজির ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। ছিলেন আরেক তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, পায়েল, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সহ টলিপাড়ার তারকারা। ‘বনু’ নুসরতের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। নুসরতের মতোই তিনিও সেজেছিলেন নিখিল-নুসরতের ‘রঙ্গোলি’র ডিজাইনার ড্রেস। কালো পোশাকে দিব্যি মানিয়েছিল মিমিকে। আপাতত তিনি আবার ‘ড্রাকুলা স্যার’-এর শুটিংয়ে ব্যস্ত। তবে ছবির শুটের ফাঁকেও ঠিক সময় বের করে হাজির হয়েছেন ‘ইয়ুভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে। 

Advertisement

[আরও পড়ুন: ‘শিষ্যদের যোগ্য উত্তরসূরি করে তুলতে চাই’ বললেন পদ্মভূষণ পেতে চলা পণ্ডিত অজয় চক্রবর্তী ]

ওদিকে আবার ‌ব়্যাম্প কাঁপালেন তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, সৌরসেনী মৈত্রের মতো টলিউড অভিনেত্রীরা। মঞ্চ মাতালেন রোজা পারমিতা দে, শতরূপা পাইন-সহ খ্যাতনামা মডেলরাও। সৌজন্যে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘ইয়ুভ’। গোটা অনুষ্ঠানের সঞ্চলনার দায়িত্বে ছিলেন খ্যতনামা মডেল ঊষসী সেনগুপ্ত। এদিন নুসরতের ফ্যাশন ব্র্যান্ড ‘ইয়ুভ’-এর-এর পোশাক পরেই ‌ব়্যাম্পে হাঁটেন মডেলরা। কখনও ঘাগড়া, রেডিমেড শাড়ি আবার কখনও বা লং গাউন, সূক্ষ্ম কারুকাজ করা লাল, কালো, গোলাপি থেকে ল্যাভেন্ডার গাউনে চোখ ধাঁধালেন বঙ্গ ললনারা।

কেমন ছিল ‘ইয়ুভ’-এর সেই ‌ব়্যাম্প শো? নিজেই দেখে নিন-

নুসরতের এই উদ্যোগে মূল হোতা যিনি, তিনি হলেন নুসরতের স্বামী নিখিল জৈন। নিখিল যে তাঁদের পারিবারিক ব্যবসা রঙ্গোলি শাড়ির অন্যতম কর্মকর্তা  হয়তো বা অনেকেই জানেন। আর নুসরতের নতুন ফ্যাশান লাইন ইউভ, রঙ্গোলির আরও একটি অংশ বলা যেতে পারে। শনিবার রাতের অনুষ্ঠানে নুসরতের পাশে সবসময়ের জন্য উপস্থিত ছিলেন নিখিল নিজেও।

[আরও পড়ুন: ‘প্রকৃত ভারতীয় না হয়েও কেন আদনানকে পদ্মশ্রী?’ প্রশ্ন তুলল রাজ ঠাকরের দল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement