ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় আর রূপের আগুনে প্রায় দেড় দশক ধরে টলিউড কাঁপিয়েছেন নুসরত জাহান। এবার শুরু নয়া ইনিংস। বলিউডে পা অভিনেত্রীর। সঙ্গী যশ দাশগুপ্ত ইতিমধ্যেই হিন্দি ছবিতে ডেবিউ করে ফেলেছেন। এবার পালা নুসরতের। যিশু, শাশ্বত, পরমব্রত, মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যদের মতোই বলিউডের খাতায় নাম লেখালেন টলিপাড়ার গ্ল্যামারাস নায়িকা।
টিপস মিউজিকের তরফে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করলেন নুসরত। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেট্টি কোহলি। গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ গানে অভিনয় করছেন নুসরত। হিন্দি গানটির সঙ্গে নারীকণ্ঠে থাকছে ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন। নুসরতের বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেতা প্রিয়ঙ্ক শর্মাকে।
সদ্য উত্তর কলকাতার লাহা বাড়িতে শেষ হল মিউজিক ভিডিওটির শুটিং পর্ব। চৈত্রের দাবদাহকে উপেক্ষা করেই দুর্গাপুজোর আমেজে সেজে উঠেছিল লাহা বাড়ি। ঢাকের বোল থেকে সাবেকি সাজ, লাল শালু, ধূনোর গন্ধ,আম্রপল্লবে, ফুলের সুবাসে গোটা বাড়িজুড়ে তখন উৎসবের আবহ। পুজোর আমেজকে আরও ভালো ভাবে ফুটিয়ে তোলার জন্য ছিল ফুচকা, রসগোল্লা-সহ একাধিক খাবার দাবারের ব্যবস্থাও। সেখানেই নুসরত হাজির হলেন একেবারে বাঙালি সাজে। শাড়ি গয়নার দেশি লুকে দারুণভাবে নজর কাড়লেন অভিনেত্রী। তাঁর সঙ্গে এল একঝাঁক ছেলেমেয়ে। বোঝাই গেল তারা নুসরতের নৃত্যসঙ্গী হবেন। এরপরই শুরু মহড়া। মহড়া সেরেই ফাইনাল টেক। নাচে গানে ঢাকের তালে গমগম করে উঠল লাহা বাড়ির অন্দর। নায়ককেও দেখা গেল নায়িকায় সঙ্গে তাল মিলিয়ে সঙ্গ দিতে। নুসরতের নাচের ছন্দে গান আর বাজনার সঙ্গতে লাহা বাড়িতে তখন শরতের আমেজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.