Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

‘মুসলিম জাতের কলঙ্ক…’! খোলামেলা পোশাক পরে নেটপাড়ার চোখে ‘মন্দ মেয়ে’ নুসরত

ফের ট্রোলড নুসরত জাহান।

Nusrat Jahan got trolled again | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 23, 2023 3:42 pm
  • Updated:June 23, 2023 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরচর্চায় এখন বেজায় মন দিয়েছেন নুসরত জাহান। ছিপছিপে গড়নে অনুরাগীদের রাতের ঘুম কাড়লেও এবার নেটপাড়ার নীতিপুলিশদের চোখে স্বল্পবসনা নুসরত হলেন ‘মন্দ মেয়ে’! শুধু তাই নয়, অভিনেত্রীর ধর্ম নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না তাঁরা।

ব্রালেট এবং শর্ট স্কার্ট পরে একটি রিলি ভিডিও পোস্ট করেছিলেন নুসরত জাহান। মাঝেমধ্যেই ‘হট’ অবতারে ধরা দেন অভিনেত্রী। এবারও মাখন শরীরের গ্ল্যামার ঝরিয়ে ফটোশুটের রিল শেয়ার করেছিলেন। তবে আবেদনময়ী নুসরতকে দেখে কেউ কেউ আবার ভ্রুকূটি করতেও ছাড়লেন না।

Advertisement

স্বল্পবসনা নুসরতকে দেখে জনৈক নেটিজেনের মন্তব্য, ‘মুসলিম জাতের কলঙ্ক।’ কেউ বা আবার বললেন, ‘একটা সময়ে নুসরতকে খুব ভাল লাগত, এখন জঘন্য লাগে।’ কেউ বা আবার ব্যঙ্গ করে বললেন, ‘এতো হাওয়াতে উড়ে যেও না।’ যদিও ট্রোলিংকে কোনওদিনই পাত্তা দেন না অভিনেত্রী।

[আরও পড়ুন: অঙ্কুশ প্রযোজিত প্রথম ছবি ‘মির্জা’র কাজ বিশ বাঁও জলে! বিতর্কে জল ঢাললেন অভিনেতা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

প্রথম বিয়েতে সিঁদুর পরা থেকে শুরু করে সেই বিয়ে ভাঙা, সন্তানের জন্ম, যশের সঙ্গে গোপনে বিয়ে… একাধিকবার একাধিক কারণে সমালোচনায় পরেছেন। নিন্দেও হয়েছে। এমনকী মুসলিম হয়ে হিন্দুর ঘরে বিয়ে করে ফতোয়ার হুমকি খেয়েছেন। তবে কোনও কিছুই টলাতে পারেনি নুসরতকে। নিজের শর্তেই জীবনযাপন করা পছন্দ তাঁর।

[আরও পড়ুন: মুম্বইয়ে চমক দিচ্ছেন বাংলার বর্ষা, জানালেন নিজের ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ অভিজ্ঞতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement