সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই স্টেডিয়ামে প্রাক্তন, বর্তমান! রবিবার একদিকে যখন ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে ব্যস্ত যশ-নুসরত, তখন অন্যদিকে চুপিসারে বিরাট বাহিনীর দাপুটে পারফরম্যান্সে মজে থাকতে দেখা গেল প্রাক্তন নিখিল জৈনকে। তবে তিনি একা আসেননি। নুসরতের প্রাক্তনের সঙ্গে দেখা গেল সৌরসেনী মিত্রকেও। আর সেই ছবিই এখন নেটপাড়ায় ভাইরাল।
নিখিল-সৌরসেনীর সম্পর্কের গুঞ্জন নতুন নয়। গত বছর থেকেই টলিপাড়ার অন্দরে ফিসফাস! শোনা গিয়েছিল, দুজনে নাকি একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছেন। এবার সেসব জল্পনার মধ্যেই যেন সিলমোহর দিল ইডেনে নিখিল-সৌরসেনীর উপস্থিতি। দু’জনেরই পরনে নীল জার্সি। পাশাপাশি বসেই বিরাট বাহিনীর জন্য গলা ফাটালেন দুজন। ওই একই স্টেডিয়ামে এদিন জুটিতে উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।
প্রসঙ্গত, নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদের পরই নিখিলের পোশাক বিপণনী সংস্থার মুখ হিসেবে দেখা গিয়েছিল সৌরসেনীকে। বরাবরই নামী মডেল তিনি। উপরন্তু টলিউডের পাশাপাশি জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘তাজ’-এও কাজ করে ফেলেছেন। সেইসময়ও নিখিল নিজের সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে ক্রিকেটের নন্দনকাননেই যেন চর্চিত প্রেমিকযুগলের সম্পর্কের জল্পনায় সিলমোহর বসল!
মাসখানেক আগেই একবার নিখিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সৌরসেনী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, “বেচারা নিখিল! আমি যাই বলি না কেন, লোকে যেটা ভাবার সেটাই ভাববে! এখন যদি বলি আমি প্রেম করছি না, সবাই ভাববে আমি মিথ্যে বলছি। আবার যদি বলি- হ্যাঁ করছি, তা নিয়েও বিতর্কের শেষ থাকবে না!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.