Advertisement
Advertisement
Nusrat Jahan

বনবিড়ালের মলে কফি বীজ! ইন্দোনেশিয়ায় আজব পানীয়তে চুমুক নুসরত-যশের

যশ, নুসরতের ভিডিও দেখে হতবাক অনুরাগীরা!

Nusrat Jahan Coffee making Video goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 7, 2022 5:30 pm
  • Updated:July 7, 2022 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে নুসরত একটি ভিডিও শেয়ার করেছেন। যা দেখে নেটিজেনরা একেবারে হতবাক। অনুরাগীরা বলছেন, এ কী করলেন যশ-নুসরত। কেউ কেউ বলছেন, একটুও ঘেন্না করল না!

ব্যাপারটা একটু খুলে বলা যাক। ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়ে সেদেশের বিখ্যাত ‘লুওয়াক কফি’ খেয়েছিলেন নুসরত ও যশ। যা কিনা তৈরি হয় আজব নিয়মে। এমনকী, শুধু কফিই খাননি এই জুটি কফিটা বানিয়েছেন নিজহাতে!

Advertisement

তা কীভাবে তৈরি হয় এই আজব কফি?

এই কফির প্রথম শর্তই হল, একটি বনবিড়ালকে কফি বিনস বা বীজ খাওয়াতে হবে। তারপর বনবিড়ালের পাকস্থলীর উৎসেচকের জারিত হয়ে বনবিড়ালের মলের সঙ্গে বেড়িয়ে আসবে সেই কফি বীজ। তারপর সেই বীজ শুকিয়ে নিয়ে রোস্ট করা হবে। ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়ে এই কফিরই স্বাদ নিলেন এই তারকা জুটি। নুসরত যে ভিডিওটি শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে, যশ-নুসরত দুজনে মিলে এই কফি বানিয়েছেন এবং এর স্বাদে ডুব দিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

[ আরও পড়ুন: ‘ফের হবে নাকি সার্জিক্যাল স্ট্রাইক!’ টক শোয়ে নিমন্ত্রণ না পেয়ে করণ জোহরকে কটাক্ষ কঙ্গনার]

ঘুরতে খুবই ভালবাসেন নুসরত  (Nusrat Jahan), যশ (Yash Dasgupta)। সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন। কখনও কাশ্মীর, কখনও গোয়া। সেই ঘুরতে যাওয়ার ছবি ও ভিডিও মাঝে মধ্যেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সব বিতর্ককে পিছনে ফেলে ছোট্ট ইশানকে সঙ্গে নিয়ে নুসরত আর যশ যে জমিয়ে সংসার করছেন, তা বোঝা যায় তাঁদের সোশ্যাল মিডিয়ার নানা পোস্ট দেখেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

[ আরও পড়ুন: ফের বিপাকে ‘লাল সিং চাড্ডা’, ভুল উচ্চারণে পাঞ্জাবি বলায় বিতর্কের মুখে আমির খান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement