Advertisement
Advertisement
Nusrat Jahan

ছোট্ট ঈশানকে ঘরে রেখে শুটিং ফ্লোরে নুসরত! কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর নতুন ছবিতে দেখা যাবে নুসরত জাহানকে।

Nusrat Jahan back to shooting floor | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 25, 2021 3:45 pm
  • Updated:September 25, 2021 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃত্ব দারুণ উপভোগ করছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। মা হওয়ার পর প্রকাশ্য়ে এসে এমনটাই জানিয়ে ছিলেন তিনি। এমনকী, জানিয়ে ছিলেন যশই (Yash Dasgupta) নাকি বেশি সামলাচ্ছেন ছোট্ট ঈশানকে। তবে নতুন খবর হল, ছোট্ট ঈশানকে ঘরে রেখে এবার কাজ শুরু করতে চলেছেন নুসরত জাহান। সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর নতুন ছবি ‘জয় কালী কলকাত্তাওয়ালি’তে দেখা যাবে নুসরত জাহানকে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম রাকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। তবে নুসরত এই ছবির জন্য শুটিং শুরু করবেন ১ অক্টোবর থেকে। রাজারহাট এলাকাতেই চলবে এই ছবির শুটিং।

Nusrat Jahan

Advertisement

[আরও পড়ুন: ভেঙে ফেলা হল ‘মনোজদের অদ্ভুত বাড়ি’, মন খারাপ পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের]

‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ছবিতে নুসরতের বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। ছবির গল্প অনেকটাই রহস্য় ও রোমাঞ্চ নির্ভর। একটি কালীমূর্তি চুরির ঘটনা নিয়ে এগোবে এই ছবির গল্প। ছবিতে নুসরত, সোহম ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, সুস্মিতা চট্টোপাধ্য়ায়, সোমরাজ মাইতি, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা রতি পাল, সুমিত সমাদ্দার, বুদ্ধদেব ভট্টাচার্য। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।

ছবির পরিচালক সুদেষ্ণা রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অনেক ভেবে চিন্তেই নুসরতের কাছে ছবির অফার নিয়ে গিয়েছিলাম। ভেবে ছিলাম নুসরত সদ্য মা হয়েছেন, এখন কী ওর পক্ষে ছবি করা সম্ভব। তবে নুসরতকে সামনে দেখে অবাক হয়েছি। আগের মতোই নুসরত একেবারে ফিট অ্যান্ড ফাইন।

Nusrat Jahan

কয়েকদিন আগেই যশকে সঙ্গে নিয়ে ফটোশুট করেছেন নুসরত। সেই ছবি ইতিমধ্যেই নজর কেড়েছিল নেটদুনিয়ার।

[আরও পড়ুন: ‘আপনিও এবার মুখোশ খুলুন!’ রাজ কুন্দ্রা প্রসঙ্গে শিল্পাকে একহাত নিলেন শার্লিন চোপড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement