সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি নুসরতপুত্র ইশানকে। সোশ্য়াল মিডিয়া থেকে ছেলেকে দূরে সরিয়ে রেখেছেন নুসরত। বহু আগে এক ঝলক অবশ্য দেখা গিয়েছিল ইশান, তবে সে ছবি খুব একটা স্পষ্ট নয়। তবে এবার পরিচালক রাজ চক্রবর্তীর কল্যাণে মিলল ইশানের আরও এক ঝলক। সঙ্গে শুভশ্রী ও যুবান।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি শুভশ্রীর আরবানার বাড়িতে গিয়েছিলেন নুসরত। সঙ্গে গিয়েছিলেন ছোট্ট ইশান। সেখানেই যুবানের সঙ্গে খেলায় মাতল ইশান।
View this post on Instagram
তবে রাজ চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা গেল বারান্দায় ইশানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নুসরত। পাশে যুবানকে কোলে নিয়ে দাঁড়িয়ে শুভশ্রী। আর এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে রাজ লিখলেন, দেখুন তো, চিনতে পারেন কিনা!
রাজ চক্রবর্তীর ‘শত্রু’ ছবি থেকেই টলিউডে পা রাখেন নুসরত জাহান। সেই সময় থেকেই রাজের সঙ্গে দারুণ সম্পর্ক নুসরতের। অনুরাগীরা তো ফের রাজের ছবিতে নুসরতকে দেখতে চাইছেন। অনেকে আবার মনে করছেন, রাজের বাড়িতে নুসরতের উপস্থিতি শুধুই সৌজন্য সাক্ষাৎ নয়। হয়তো ছবি নিয়ে রাজের সঙ্গে কথাও বলেছেন নুসরত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.