Advertisement
Advertisement

‘নতুন ‘পার্টি’তে নাকি!’ নুসরতের ভিডিও দেখে কটাক্ষ নেটপাড়ার

নুসরতের ভিডিও ভাইরাল হতেই হইচই কাণ্ড নেটদুনিয়ায়।

Nusrat Jahan at Birth day Arindam Sil's party video goes Viral

বসিরহাটের বিদায়ী তৃণমূল সাংসদ নুসরত জাহান।

Published by: Akash Misra
  • Posted:March 14, 2024 7:53 pm
  • Updated:March 14, 2024 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বিদায়ী তারকা সাংসদ নুসরত জাহান। নুসরত বাদ পড়তেই নেটপাড়ায় তাঁকে ঘিরে নানান ঠাট্টা, নানান শোরগোল। শেয়ার হয়েছে নানা মিমও। তবে এসব নিয়ে নুসরত কিন্তু এখনও মুখ খোলেননি। বরং গ্ল্যামার জগত নিয়েই দিব্যি রয়েছেন অভিনেত্রী। তবে এবার নুসরতের এক ভিডিও ভাইরাল হতেই হইচই কাণ্ড নেটদুনিয়ায়। যেখানে দেখা গেল এক বার্থডে পার্টিতে সেজেগুজে পৌঁছে গিয়েছেন নুসরত। সঙ্গে যশ দাশগুপ্ত। সূত্র বলছে, টলিউডের জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলের জন্মদিনের পার্টিতেই গিয়েছিলেন নুসরত। আর সেই ভিডিওই ভাইরাল হতে নেটিজেনরা কটাক্ষ শিকার তিনি। বার্থডে পার্টির সঙ্গে নেটিজেনরা মিলিয়ে ফেললেন রাজনৈতিক পার্টিকেও। কেউ কেউ লিখলেন, ‘টিকিট না পেয়েও পার্টি করছেন?’ আবার অনেকে লিখলেন, ”নতুন পার্টিতে যোগ দিলেন?”

[আরও পড়ুন: তর্ক হবে বলে পোডিয়াম, আসলেন না বিজেপির কেউ, ‘হাটে হাঁড়ি ভেঙেছি’, দাবি অভিষেকের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

Advertisement

গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নুসরত। রাজনীতির মঞ্চে গ্ল্যামার গার্ল হয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তবে গত পাঁচ বছরে বারংবার তাঁর কেন্দ্রে জমা বিতর্কের আগুনে নুরসতের ‘ঠান্ডা’ পদক্ষেপ নিয়ে সমালোচনায় জড়ান নুসরত। এমনকী, নুসরতের বিরুদ্ধে অভিযোগ সন্দেশখালি ইস্যুতেও তারকা বিধায়ককে সেভাবে পাশে পাননি তাঁর সেখানকার মানুষ। উলটে সংবাদ মাধ্যমের হাত ধরে শুধু ‘গা বাঁচানো’ অডিও বার্তাই দিয়ে কর্তব্য সেরেছিলেন নুসরত। বার বার রাজনীতিতে নুসরতের এমন ‘দুর্বল অংশগ্রহণে’ স্বাভাবিকভাবেই ক্ষোভ জমেছিল সাধারণের মনে। সেই আভাস হয়তো পেয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এবারের লোকসভায় নুসরতের উপর আস্থা হারাচ্ছে তৃণমূল সরকার।

রাজনৈতিক মহল মনে করছেন, শুধু রাজনীতির আঙিনা নয়, নুসরতের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কও হয়তো এ ক্ষেত্রে নেগেটিভ কাজ করেছে। বিশেষ করে নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ, যশ দাশগুপ্তর সঙ্গে নুসরতের সম্পর্ক, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না হয়েই সন্তানের জন্ম, সব বিতর্কই হয়তো এ ব্যাপারে নুসরতের বিপরীতে কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

[আরও পড়ুন:‘দেব মিথ্যেবাদী, কাটমানির সাংসদ’, প্রচারে বেরিয়ে নজিরবিহীন আক্রমণে হিরণ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement