Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

পুজো শেষ হতেই কলকাতা ছাড়লেন নুসরত-যশ, কোথায় গেলেন দম্পতি?

নুসরত ও যশের ভিডিও ভাইরাল।

Nusrat Jahan and Yash Dasgupta on Vacation | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 26, 2023 6:49 pm
  • Updated:October 26, 2023 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারেই ঘুরু ঘুরু বাতিক নুসরত ও যশের। সুযোগ পেলেই টুক করে ঘুরতে চলে যান। কাজ, কম্ম থেকে বিরতি নিয়ে নতুন নতুন ডেস্টিনেশনে নুসরত ও যশ। তা এবার কোথায় গেলেন?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

Advertisement

[আরও পড়ুন: মাটির মানুষ! স্কুটি চেপেই স্ত্রীকে নিয়ে আজিমগঞ্জে ঠাকুর দেখলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও]

নুসরত ও যশ তাঁদের ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেছেন। যেখানে দেখা গিয়েছে মালদ্বীপের ওয়াটার ভিলাতে ছুটি কাটাচ্ছেন দুজনে।

সারা বছর কাজের ব্যস্ততা থাকে। অভিনয়ের পাশাপাশি নুসরতকে সাংসদ হিসেবেও নানা দায়িত্ব পালন করতে হয়। এবার আবার যশের বলিউড ছবি মুক্তি পেয়েছে। ‘ইয়ারিয়া ২’ ছবিতে দিব্যা খোসলা কুমারের বিপরীতে অভিনয় করেছেন বাংলার অভিনেতা। ফলে পুজোর (Durga Puja 2023) আগে তাঁর প্রচারের ব্যস্ততা ছিল। তবে পুজো মানে সমস্ত ব্যস্ততা ভুলে যাওয়া। চুটিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া আর ঠাকুর দেখা। আর এবার সুযোগ পেয়ে দুজনে মিলে ঘুরতেও গেলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

[আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ের ৫ বছর পর ফাঁস রাজকীয় বিয়ের ভিডিও, নেপথ্যে করণ জোহর, দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement