Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

‘দুষ্টু কোকিল’ মিমির পর এবার শাকিবের সঙ্গী নুসরত! মুম্বইয়ের শুটিং ফ্লোরে হইচই

শাকিবের কোন ছবিতে দেখা যাবে নুসরতকে?

Nusrat Jahan and Shakib Khan pairing for a new movie
Published by: Akash Misra
  • Posted:November 26, 2024 4:46 pm
  • Updated:November 26, 2024 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাকিব খান (Shakib Khan) যদি হন ঢালিউডের ভাইজান তো, নুসরত হলেন টলিউডের নয়নমণি। আর এই দুজন যদি একফ্রেমে আসেন তাহলে? তাহলে যেটা ঘটবে, তার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে। কেননা, মুম্বইয়ে সেই ঝড়ের প্রস্তুতি শুরু।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। শাকিব খানের তুফান ছবিতে ঝড় তোলেন এপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি-শাকিব জুটি রীতিমতো ঝড় তুলেছিল দুই বাংলায়। উপরি পাওনা দুষ্টু কোকিল ও উরা ধুরা আইটেম গান। সেই সাফল্যকে সঙ্গে নিয়ে এবার মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ছবিতে শাকিবের সঙ্গী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। শাকিবের সঙ্গে এই ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে টলি সুন্দরীকে।

Advertisement

নুসরত জানিয়েছেন, ‘একটা ভালো গানে পারফরম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাইছি না। জাস্ট ওয়েট ফর দ্য সং।’

প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে একসঙ্গে কাজ করছিলেন দুজন। ছবিটি বাংলাদেশের বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ছবির মুম্বইয়ের সেটে কিছুদিন আগেই মহেশ ভাট এসেছিলেন। বাংলাদেশি সিনেমা নিয়ে নাকি শাকিবের সঙ্গে বেশ কিছুক্ষণ তাঁর কথা হয় শাকিবের সঙ্গে। কয়েকদিন আগে এই ছবির শুটিংয়ে গুরুতর আহত হন শাকিব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement