Advertisement
Advertisement

Breaking News

Nusrat Imrose Tisha

পরিচালক স্বামীর পর অসুস্থ সন্তানও, কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশি অভিনেত্রী তিশা

সন্তানের অসুস্থতার খবর তিশা নিজেই জানিয়েছেন সোশাল মিডিয়ায়। শেয়ার করেছেন ছবি।

Nusrat Imrose Tisha's baby Ilham hospitalized | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 18, 2024 4:40 pm
  • Updated:February 18, 2024 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী নুসরত ইমরোজ তিশার (Nusrat Imrose Tisha) সংসারে ফের দুশ্চিন্তার কালো মেঘ। কিছুদিন আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রীর স্বামী তথা জনপ্রিয় বাংলাদেশি পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। সেই পরিস্থিতি সামলাতে না সামলাতেই আবার হাসপাতালে অভিনেত্রীর ছোট্ট মেয়ে ইলহাম নুসরত ফারুকী।

Advertisement
Nusrat-Imrose-Tisha
ছবি: ফেসবুক

মেয়ের অসুস্থতার খবর তিশা নিজেই জানিয়েছেন সোশাল মিডিয়ায়। একটি ছবি শেয়ার করেছেন তিনি। যাতে চ্যানেল করা অবস্থায় ইলহামের হাত দেখা যাচ্ছে। মেয়ের হাতটি ধরে রেখেছেন তিশা। কী হয়েছে ইলহামের, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেই (নেয়)। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লীজ।”

[আরও পড়ুন: শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণীর ডকু-সিরিজে আপত্তি, নিষেধাজ্ঞা চেয়ে আদালতে CBI]

বাংলাদেশি টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিশা। মডেলিংয়েও বেশ সুনাম রয়েছে তাঁর। ২০১০ সালে ১৬ জুলাই ফারুকীর সঙ্গে তিশার বিয়ে হয়। ফারুকীর পরিচালনায় একাধিক ছবিতে কাজ করেছেন তিশা। অভিনেতা ইরফান খানকে নিয়ে ‘ডুব’ ছবি তৈরি করেছিলেন ফারুকী। সেই ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

Tisha-Faruki

কিছুদিন আগে OTT প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পায় ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। পরিচালনার পাশাপাশি প্রথমবারের মতো তাতে অভিনয় করেন তিনি। তিশাও কাজ করেছেন এই প্রজেক্টে। জানুয়ারি মাসে ফারুকীর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার কথা জানান তিশা। ৩০ জানুয়ারি তিশা জানান ফারুকী বিপদমুক্ত ও বাড়ি ফিরেছেন। কিন্তু এর পরই আবার ধাক্কা। এবার হাসপাতালে তিশার মেয়ে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘প্যান্ট পরোনি কেন?’, ফিনল্যান্ডের ছবি শেয়ার করতেই কটাক্ষের মুখে সোহিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub