Advertisement
Advertisement

Breaking News

Nusrat Faria

বিচ্ছেদের দুঃখ ভুলে গান ধরলেন নুসরত, শুটিংয়ের ফাঁকেই অভিনেত্রীর গলায় ‘সাদা সাদা কালা কালা’

সম্প্রতি প্রেমিক রনির সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন নুসরত।

Nusrat Faria's song video goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 3, 2023 1:57 pm
  • Updated:March 3, 2023 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন’বছর সম্পর্কের পর প্রেমিক রনির সঙ্গে তিনবছর আগে বাগদান সেরেছিলেন অভিনেত্রী নুসরত ফারিয়া। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙেছে। ইনস্টাগ্রামে লম্বা পোস্ট দিয়ে সে খবর জানিয়েছেন নুসরত। নুসরতের কথায় সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব রয়ে গিয়েছে। সে বন্ধুত্বকে বুকের মধ্য়ে নিয়েই গান ধরলেন নুসরত ফারিয়া। সোশ্য়াল মিডিয়ায় আপাতত ভাইরাল নুসরতের এই গান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Faria (@nusraat_faria)

Advertisement

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

গপ্পোটা হল, সম্প্রতি রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়ে’র শুটিং করছেন নুসরত। সেখানেই শুটিং শেষে গান ধরলেন নুসরত। গাইলেন ‘হাওয়া’ ছবির জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’। নুসরত শুধু অভিনেত্রীই নন। জনপ্রিয় গায়িকাও। তাঁর রয়েছে নিজস্ব অ্য়ালবামও। তাই তো অভিনয়ের ফাঁকে সুযোগ পেয়ে গান ধরলেন তিনি। নুসরতের গলায় এই গান শুনে হতবাক পরিচালক রাজ চক্রবর্তীও।

[আরও পড়ুন: রুক্মিণীর পর আরেক ‘নটী বিনোদিনী’ পেল টলিপাড়া, চিনতে পারছেন কে এই অভিনেত্রী?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement