Advertisement
Advertisement

Breaking News

Nusraat Faria

আচমকা হাসপাতালে নুসরত, চোখে ব্যান্ডেজ, কী হল অভিনেত্রীর?

চিন্তায় অনুরাগীরা।

Nusraat Faria hospitalized, had to go for eye operation | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 14, 2023 2:25 pm
  • Updated:August 14, 2023 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা হাসপাতালে ভরতি হতে হল নুসরত ফারিয়াকে (Nusraat Faria)। চোখে ব্যান্ডেজ বাঁধা। কী হল অভিনেত্রীর? চিন্তায় অনুরাগীরা।

Nusraat-Faria-1

Advertisement

ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেছেন নুসরত। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে, ‘হিরো ৪২০’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো সিনেমা। সম্প্রতি ‘আবার প্রলয়’-এও দেখা গিয়েছে বাংলাদেশি অভিনেত্রীকে। জানা গিয়েছে, বাঁ চোখে সমস্যা ছিল নুসরতের। সেই জন্যই অস্ত্রোপচার করাতে হয়েছে।

[আরও পড়ুন: আবারও অরিজিৎ-শাহরুখ জুটির ম্যাজিক, ‘জওয়ান’-এর নয়া গানে চুটিয়ে রোম্যান্স বাদশার]

গত রবিবার অস্ত্রোপচারের জন্য বাংলাদেশের এক হাসপাতালে ভরতি হয়েছিলেন নুসরত। অভিনেত্রীর ফেরদৌসী বেগম জানান, সমস্যা চেমন গুরুতর নয়। তবে যেহেতু চোখের বিষয় তাই কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা। চোখের সমস্যার জন্য বেশ কিছুদিন ধরেই নিজের সমস্ত কাজ বন্ধ রেখেছিলেন নুসরত। চিকিৎসকদের পরামর্শ মেনেই হাসপাতালে ভরতি হন।

Nusraat

“সুস্থ না হওয়া পর্যন্ত বিরতি”, এই ক্যাপশন দিয়েই নিজের ছবি আপলোড করেছেন নুসরত। জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ হাসপাতালে রাখা হবে অভিনেত্রী। বাড়ি ফেরার পরও হয়তো বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। তারপরই কাজে যোগ দিতে পারবেন বাংলাদেশি অভিনেত্রী। এদিকে প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Faria (@nusraat_faria)

[আরও পড়ুন:  বন্দেমাতরম! সংলাপে তীক্ষ্ণতা, দুরন্ত অ্যাকশন, ‘বাঘাযতীন’-এর প্রি-টিজারে বীর যোদ্ধা দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement