Advertisement
Advertisement

Breaking News

Abar Proloy song

‘খেলা হবে’ এবার ‘আবার প্রলয়’-এ! বাংলা জুড়ে আগুন লাগাতে হাজির মেনকা, দেখুন ভিডিও

কিছুদিন আগেই 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে শোনা গিয়েছিল তৃণমূলের এই স্লোগান।

Nusraat Faria, Gaurav Chakrabarty in Abar Proloy song | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 4, 2023 8:57 pm
  • Updated:August 4, 2023 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে শোনা গিয়েছিল ‘খেলা হবে’। বলেছিলেন খোদ আলিয়া ভাট। এবার সেই ‘খেলা হবে’ শোনা গেল রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের গানে। আর তা শেয়ার করলেন সিরিজের অন্যতম প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Abar-Proloy-song

Advertisement

একুশের নিবার্চন থেকে তৃণমূলের স্লোগান ‘খেলা হবে’। তা এখন বলিউড আর টলিউডের হটকেক। করণ জোহরের পর রাজ চক্রবর্তী, এই সংলাপেই বাজিমাত করছেন পরিচালকেরা। ‘আবার প্রলয়’-এর এই নতুন গানে ‘খেলা হবে’ সংলাপ ছাড়াও রয়েছেন নুসরত ফারিয়া। লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী। আর তাঁর সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। এর মধ্যেই আবার ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

[আরও পড়ুন: এক হাতেই ২২ গজের দুরন্ত ঘূর্ণি, গুরু-শিষ্যা হয়ে ‘ঘুমর’-এর ট্রেলারে চমক অভিষেক-সায়ামির]

“আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!” অনিমেষ দত্তর আগমনের বার্তা দিয়ে একথাই লিখেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। হুঁশিয়ারি দিয়েছিলেন ‘ঝড় আসছে’ বলে। সেই ঝড় ‘আবার প্রলয়’-এর ট্রেলারে দর্শকরা অনুভব করেছেন। ২০১৩ সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাঁকে। রুখবেন নারী পাচার।

Abar-Proloy-1

শাশ্বত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে। ১১ আগস্ট থেকে Zee5 প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ। তার আগে গানটি প্রকাশ করে শুভশ্রী লেখেন, “বাংলা জুড়ে আগুন লাগাতে আসছে মেনকা! আপনারা তৈরি থাকুন “খেলা হবে”-র তালে পা মেলাতে, সঙ্গে থাকছে গৌরব।”

[আরও পড়ুন: ‘আমি পর্নদুনিয়ায় আসতে চাইনি’, লাস্য জগতের সাংঘাতিক অভিজ্ঞতা জানালেন মিয়া খালিফা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement