Advertisement
Advertisement

Breaking News

War 2 NTR Jr

‘War 2’-এর নয়া চমক, এবার হৃতিকের সঙ্গে দ্বৈরথে দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র!

'RRR' সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নেক নজরে এনটিআর।

NTR Jr will feature alongside Hrithik Roshan in 'War 2' | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 5, 2023 1:37 pm
  • Updated:April 5, 2023 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ (Pathaan) সাফল্যের পর ‘স্পাই ইউনিভার্স’-এর মন দিয়েছে যশরাজ ফিল্মস। এবার আদিত্য চোপড়ার পাখির চোখ ‘ওয়ার ২’ (War 2)। নতুন এই সিনেমার পরিচালনার ভার তিনি দিয়েছেন শ্যালক অয়ন মুখোপাধ্যায়কে। এবার নতুন চমক এনটিআর জুনিয়র (NTR Jr)। হ্যাঁ, হৃতিক রোশনের পাশাপাশি ছবিতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টারকে।

Hrithik-NTR-jr-War-2-new

Advertisement

প্যান ইন্ডিয়া সিনেমার যুগে এই মুহূর্তে দাক্ষিণাত্যের পাল্লা বেশ ভারী। ফলে বলিউড যেন সহাবস্থানের দিকেই অগ্রসর হচ্ছে। একদিনে শাহরুখ খান যেমন ‘পাঠান’ পর্ব শেষে করেই দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে ‘জওয়ান’-এর শুটিং করেছেন, অন্যদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে দক্ষিণী স্টাইলে লুঙ্গি পরে ভেঙ্কটেশ, রামচরণের মতো তারকাদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে সলমন খানকে। এমন পরিস্থিতিতেই ‘ওয়ার ২’ সিনেমা নিয়ে নতুন এই ঘোষণা করল যশরাজ ফিল্মস।

[আরও পড়ুন: নগ্ন ছবি পর্নসাইটে ছড়ানোর হুমকি! ‘শিবপুর’ সিনেমার প্রযোজকের মেল প্রকাশ করলেন স্বস্তিকা]

‘RRR’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নেক নজরে রয়েছেন নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। ভাল হিন্দিও বলতে পারেন তিনি। এমন তারকাকেই ‘ওয়ার ২’ সিনেমার জন্য বেছে নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, এবার হৃতিক ও এনটিআরের দ্বৈরথ দেখা যাবে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েলে।

 

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’। আগামীতে ‘ওয়ার ২’ ছাড়াও দেখা যাবে ‘টাইগার ৩’ ও ‘টাইগার ভার্সাস পাঠান’-এর মতো সিনেমা।

[আরও পড়ুন: সুপার মডেল জিজি হাদিদের শরীরে অশালীনভাবে হাত! তুমুল কটাক্ষের মুখে বনি কাপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement