Advertisement
Advertisement

Breaking News

মিমি চক্রবর্তী

দেবের পর এনআরএস কাণ্ডে মুখ খুললেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী

কী বললেন অভিনেত্রী?

NRS row: MP Mimi Chakraborty urges 'rational thinking'
Published by: Sandipta Bhanja
  • Posted:June 15, 2019 5:29 pm
  • Updated:June 15, 2019 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরএস হাসপাতালে পাঁচদিন আগে যে উত্তেজনার স্ফুলিঙ্গ উৎপন্ন হয়েছিল, ইতিমধ্যে দাবানলের মতো তা ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে৷ প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভে নেমেছেন চিকিৎসকরা৷ গত দু’দিন থেকেই রাজ্যের হাসপাতালগুলিতে ঢল নেমেছে গণইস্তফার। স্বাস্থ্য পরিষেবা প্রায় অচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নবান্নে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকলেও সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাঁরা। এনআরএস ইস্যুকে ঘিরে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়েছেন। এমতাবস্থায়, আন্দোলনরত চিকিৎসকদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে, শনিবার এনআরএস কাণ্ডে মুখ খুললেন অভিনেত্রী তথা যাদবপুরের নবনির্বাচিত তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী

[আরও পড়ুন: NRS কাণ্ডে এবার মুখ খুললেন দেব, সমস্যা সমাধানে বার্তা সাংসদের]

Advertisement

সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোশ্যাল সাইটে মিমি একটি পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি লেখেন, “আমাদের সমাজের প্রত্যেকটা স্তরেই একটা ভারসাম্য রয়েছে। আমরা কোনও না কোনও ভাবে প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভরশীল। খুব তাড়াতাড়ি হয়তো এই অন্ধকার থেকে আলোর পথে যাব আমরা।” আসলে মিমি কাল বিকেল থেকেই পেটের সমস্যায় ভুগছেন। অন্যদিকে এহেন ব্যস্ত শিডিউলে বাইরে যাওয়ারও পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। বাইরে যাওয়ার প্ল্যান বাতিল করতে হবে ভেবে প্রথমটায় খুব ভয় পেয়েছিলেন। তবে, চিকিৎসকের সঠিক পরামর্শে এক্কেবারে সুস্থ হয়ে উঠেছেন। আর এই ঘটনাই টুইটারে তুলে ধরে তিনি লিখেছেন, “পেটের সমস্যা এব‌ং ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে গতকাল বিকেল থেকে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আজ আমার ফ্লাইট আছে। অনেক দূর যাব। সেটা বাতিল করতে হবে ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। প্রায় সব আশা যখন ছেড়ে দিয়েছি তখন ডাক্তারই আমাকে ঠিক ওষুধ এবং খাবার দিয়ে সুস্থ করেছেন। ফলে ট্রিপ আর বাতিল করতে হয়নি।” সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েই তিনি উল্লেখ করেছেন সমাজে প্রত্যেকেরই প্রত্যেককে দরকার হয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করে নেওয়াই সমীচীন। অন্যদিকে, আগামী সপ্তাহেই বোদরুমে নিখিল-নুসরতের বিয়েতে যাওয়ার কথা মিমির। টুইটে ‘দূরে’ যাওয়ার কথা বলে, এদিন তিনি সেই নুসরতের বিয়েতেই যাওয়ার ইঙ্গিত দিলেন কি না, তা অস্পষ্ট!

[আরও পড়ুন: তীব্র যানজট, ভিড় ঠেলে হেঁটেই জিমে গেলেন জাহ্নবী কাপুর]

প্রসঙ্গত, শনিবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও টুইট করে অবিলম্বে সমস্যার সমাধান করার আর্জি জানান। এপ্রসঙ্গে তিনি লেখেন, “রোগীদের প্রাণ বাঁচানো যেমন ডাক্তারদের কর্তব্য ঠিক তেমনই আমাদের সকলের কর্তব্য এই অব্যবস্থার বিরুদ্ধে তাদের সকলের পাশে দাঁড়ানো। আমি চাই সুস্থ স্বাস্থ্য পরিষেবা তাড়াতাড়ি ফিরে আসুক। হিংসা নয় আমার কলকাতা শান্তির শহর। সবাই মিলে আমরা মানুষের পাশে দাঁড়াই আর রক্ষা করি তাদের প্রাণ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement