Advertisement
Advertisement

সুপ্রিম আদেশে স্বস্তি! কমেডিয়ান মুনাওয়ার ফারুকির জামিন মঞ্জুর শীর্ষ আদালতে

যাবতীয় মামলা স্থানান্তরিত করা হল ইন্দোরে।

Now Supreme Court grants bail to comedian Munawar Faruqui | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 24, 2023 1:42 pm
  • Updated:April 24, 2023 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) জামিন পেলেন বিতর্কিত কৌতূকশিল্পী মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)। জনপ্রিয় কমেডিয়ানের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনেছিল মধ্যপ্রদেশ (Madhya Pradesh) পুলিশ। হিন্দু দেবদেবীদের নিয়ে উপহাস করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলাতেই এদিন জামিনে মুক্ত হলেন ফারুকি। এইসঙ্গে এদিন দুই বিচারপতির বেঞ্চ কৌতূকশিল্পীর বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলা ইন্দোরে স্থানান্তরিত করেছে।

বিচারপতি বিআর গাভাই এবং সঞ্জয় কারোলের বেঞ্চ নির্দেশ দেয়, “তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে এই আদালতের বিগত আদেশ এবং সমস্ত অভিযোগ ইন্দোরে স্থানান্তরতি করা হচ্ছে। আমরা ইতিমধ্যে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছি”। আরও একটি মামলায় ফারুকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করেছিল দিল্লি পুলিশ। ওই মামলাতেও তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

[আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন, রিপোর্ট চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি]

২০২১ সালের ১ জানুয়ারি ফারুকিকে গ্রেপ্তার করেছিল মধ্যপ্রদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছিল। মুনাওয়ারের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল আরও চার জন কমেডিয়ানকে। তাঁরা হলেন নলিন যাদব, এডভিন অ্যন্টনি, প্রখর ব্যাস এবং প্রীতম ব্যাস। সকলের বিরুদ্ধে অভিযোগ, একটি কমেডি শোয়ে হিন্দু দেবদেবী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন তাঁরা। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক ও ইনদওরের প্রাক্তন মেয়র মালিনী গৌরের ছেলে একলব্য সিং গৌর এই অভিযোগ এনেছিলেন। তার ভিত্তিতে শিল্পীদের গ্রেপ্তার করা হয়েছিল। নিম্ন আদালতে ফারুকির জামিনের আবেদন খারিজ হয়েছিল। পরবর্তীকালে মধ্যপ্রদেশ হাই কোর্টও রেহাই দেয়নি। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন জনপ্রিয় কৌতূকশিল্পী।

[আরও পড়ুন: কাশ্মীরে সেনার ট্রাকে হামলা: নাশকতা চালায় সীমান্ত ডিঙিয়ে আসা পাক জঙ্গিরা, আটক আরও ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement